Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

চাঁপাইনবাবগঞ্জে ৩৩৩’এ কল করে খাদ্য সামগ্রী পেল ১শ পরিবার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 

জুলাই ১৫, ২০২১, ০২:০৫ পিএম


চাঁপাইনবাবগঞ্জে ৩৩৩’এ কল করে খাদ্য সামগ্রী পেল ১শ পরিবার

জাতীয় জরুরি সেবা ‘৩৩৩’ এ কল করে খাদ্যসহায়তা পেয়েছেন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১০০ পরিবার। এই খাদ্য সহায়তার মধ্যে ছিল চাল, ডাল, আলুসহ অন্যান্য পণ্য।

বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকেলে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এসব দরিদ্র পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকিউল ইসলাম। 

তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলার ৫ উপজেলার বিভিন্ন এলাকার দরিদ্র মানুষদের মধ্যে মানবিক সহায়তা হিসেবে তাদের হাতে এ খাবার তুলে দেয়া হচ্ছে। জেলার যে কোনো প্রান্ত থেকে কর্মহীন দরিদ্র অসহায় মানুষ ৩৩৩ নম্বরে কল দিলে আমরা তাদের বাসায় গিয়ে খাবার পৌঁছে দেয়ার ব্যবস্থা করছি। 

খাবার বিতরণের সময় উপস্থিত ছিলেন- নেজারত ডেপুটি কালেক্টর মো. রবিন মিয়া, সহকারী কমিশনার চন্দন করসহ জেলা প্রশাসনের সহকারী কমিশনাররা।

আমারসংবাদ/কেএস