Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

ভৈরবে ভেজাল খাদ্য উৎপাদনকারী কারখানাকে লাখ টাকা জরিমানা

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

জুলাই ১৫, ২০২১, ০৩:২০ পিএম


ভৈরবে ভেজাল খাদ্য উৎপাদনকারী কারখানাকে লাখ টাকা জরিমানা

ভৈরবে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল  খাদ্য উৎপাদন করায় পদ্মা ফুড বেকারীকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্র্যাম্যমান আদালত। 

বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকালে শহরের জগন্নাথপুরে অবস্থিত পদ্মা বেকারিতে ভ্র্যাম্যমান আদালত অভিযান পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাদ্য উৎপাদন ও শিশুদের দিয়ে কাজ করানোর দায়ে ১ লাখ টাকা জরিমানা করে ভ্র্যাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা। 

ভ্র্যাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা জানান, অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাদ্য উৎপাদন ও শিশুদের দিয়ে কাজ করানোর দায়ে শিশু শ্রম আইনে ৫ হাজার ও  নোংরা পরিবেশে ভেজাল খাদ্য উৎপাদন, বিক্রয় ও বাজারজাত করায় ৯৫ হাজারসহ মোট এক লাখ টাকা জরিমানা করা হয়। তবে ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

আমারসংবাদ/কেএস