Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪,

নলছিটিতে উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু

নলছিটি প্রতিনিধি 

জুলাই ১৬, ২০২১, ০৯:৪৫ এএম


নলছিটিতে উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু

ঝালকাঠির নলছিটিতে কোভিড -১৯ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোস্তফা সরদার (৭০)  নামে একজনের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকেলে তিনি নিজ বাড়িতে করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন। 

তার বাড়ি উপজেলার মগড় ইউনিয়নের ডহরপাড়া গ্রামে। শুক্রবার (১৬ জুলাই) সকালে মুফতি জায়নুল আবেদিন ও মুফতি হানযালা নোমানির নেতৃত্ত্বে শাবাব ফাউন্ডেশনের ১৫ সদস্যের দল তার দাফনকাজ সম্পন্ন করে। এটি তাদের ২৬তম দাফন কাজ। 

শাবাব ফাউন্ডেশনের সহ সাধারণ সম্পাদক এফ এইচ রিভান জানান, উপজেলার মগড় ইউনিয়নে করোনা উপসর্গ নিয়ে গতকাল বিকেলে তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন। আমাদের সংগঠনের নেতৃবৃন্দ সকালে তার দাফনকাজ সম্পন্ন করে।

শাবাব ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মুফতি হানযালা নোমানি বলেন, আমরা করোনা শুরু থেকেই দাফন কাফন করে এসেছি। আমাদের এই ফাউন্ডেশনের বুনিয়াদি বৃত্তি হচ্ছে ইখলাস। আল্লাহর সন্তুষ্টির জন্যই কাজগুলো করা। আমরা সেই অনুযায়ী কাজ করে যাচ্ছি। আমরা অল্প সময়ের মধ্যে সকলের পরিচিত ও খেদমত করতে পারছি। এটা ইখলাসের কারণে আল্লাহর সন্তুষ্টির জন্য। আমাদের এই কাজের দ্বারা মানুষের কাছে কোন চাওয়া পাওয়া নাই। একটাই চাওয়া জনগন যেন আমাদের মন খুলে দোয়া করে। আমরা যেন ইখলাসের সাথে, সুস্থতার সাথে এই কাজগুলো করতে পারি।    

আমারসংবাদ/কেএস