Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪,

লোহাগড়ায় হাট-বাজারে মাস্ক-লিফলেট বিতরণ

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

জুলাই ১৬, ২০২১, ১২:৪৫ পিএম


লোহাগড়ায় হাট-বাজারে মাস্ক-লিফলেট বিতরণ

পরিবেশবাদী যুব সংগঠন ‘গ্রীন ভয়েস’ নড়াইল জেলা শাখার উদ্যোগে করোনার বিস্তার রোধে সচেতনতা বাড়াতে হাট-বাজার, বাস স্টান্ডসহ বিভিন্ন গুরম্নত্বপূর্ণ পয়েন্টে সচেতনতামূলক লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়েছে। 

লোহাগড়া বাজারে শুক্রবার (১৬ জুলাই) বেলা ১১ টায় মাস্ক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার রোসলিনা পারভীন, সহকারী কমিশনার(ভূমি) রাখী ব্যানার্জী, লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শেখ আবু হেনা মিলন, জেলা পরিষদের সদস্য শেখ সাজ্জাদ হোসেন মুন্না, সরকারি লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস,এম হায়াতুজ্জামান। 

সূত্র জানায়, গ্রীন ভয়েস কর্মীরা করোনার বিস্তার রোধে জেলাব্যাপি সচেতনতামূলক লিফলেট, মাইকিং, মাস্ক বিতরণ করছে। পথচারীদের কাছে গিয়ে করোনা সম্পর্কিত নানা তথ্য তুলে ধরছে। শুক্রবার বিভিন্ন গুরম্নত্বপূর্ণ পয়েন্টে গ্রীন ভয়েস কর্মীরা পাঁচশতাধীক মাস্ক বিতরণ করেন। 

নড়াইলের সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান সাধারণ মানুষকে মাস্ক পরিধান করে চলাচলের পরামর্শ দেন। তিনি বলেন, মাস্ক পরিধানসহ স্বাস্থ্য বিধি মেনে চলে নিজ পরিবার ও দেশকে রক্ষা করেন। যে কোন মানবিক উদ্যোগে বিগত দিনের ন্যায় জেলা প্রশাসন পাশে থাকবে বলে তিনি জানান। 

বিতরণ ও প্রচারণাকালে গ্রীন ভয়েস নড়াইল জেলা শাখার সমন্বয়ক মোঃ শরিফুজ্জামান, সহ-সমন্বয়ক লোহাগড়া পৌর প্রেস ক্লাবের সভাপতি ইকবাল হাসান শিমুল, লিটন রেজা, সরদার রইচ উদ্দিন টিপু, রোজি মাহবুব, রনি, তপু, নয়ন, পরশ, সুজন, সম্পা সহ সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আমারসংবাদ/কেএস