Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

নেত্রকোনা সীমান্তে মদ-প্রাইভেটকারসহ ৩ চোরাকারবারি আটক

নেত্রকোনা প্রতিনিধি

জুলাই ১৭, ২০২১, ০১:২৫ পিএম


নেত্রকোনা সীমান্তে মদ-প্রাইভেটকারসহ ৩ চোরাকারবারি আটক

নেত্রকোনার কলমাকান্দা সীমান্তে ৪৭ বোতাল ভারতীয় মদসহ তিন চোরাকারকারিকে আটক করেছে বিজিবি।

এসময় তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার এবং দুইটি ভারতীয় গরু জব্দ করা হয়।

আটককৃত চোরাকারবারিরা হলেন-কলাকান্দা উপজেলার বটতলা গ্রামের মো. মোয়াজ্জেম হোসেনে ছেলে মো. আলমগীর হোসেন (৩০), টাঙ্গাইল সদর উপজেলার কুষ্টিয়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে মো. আব্দুর রহিম (৩৫) ও একই উপজেলার  চরবাটুলী গ্রামের মো. হানিফ মিয়ার ছেলে মো. বাবু মিয়া (২৮)।

শনিবার (১৭ জুলাই) দুপুরে নেত্রকোনা বিজিবির ৩১ ব্যাটালিয়নের  অধিনায়ক লে. কর্ণেল এ এস এম জাকারিয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, গত শুক্রবার দিনগত রাত দেড়টার দিকে কলমাকান্দার কচুগড়া বিওপির (বর্ডার অবজারবেশন পোষ্ট) হাবিলদার মো. নাসির উদ্দিনের নেতৃত্বে ছয় সদস্যের টহল দল দায়িত্ব পালন করছিল। সীমান্ত পিলারের আনুমানিক ১২শ' গজ বাংলাদেশের অভ্যন্তরে ভাষাণকুড়া বাবুল ব্রীজ এলাকায় একটি  প্রাইভেট কার আসতে দেখে টহল দলের সন্দেহ হয়। এসময় তল্লাশি করে গাড়ির ভেতরে  ৪৭ বোতল ভারতীয় মদ পাওয়ার পর ওই তিনজনকে আটক করা হয়।

এরআগে রাত সাড়ে ১০টার দিকে দুটি ভারতীয় গরু আটক করে বিজিবি।

বিজ্ঞপ্তিতে আরো জানান, জব্দকৃত  মদ, গরু ও প্রাইভেটকারের আনুমানিক মূল্য  ২১ লক্ষ ৯২ হাজার টাকা বলে। আটক তিনজনকে কলমাকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানানো হয়।

আমারসংবাদ/এআই