Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

ফুলেল শুভেচ্ছায় সিক্ত মিজানুর রহমান

দিরাই প্রতিনিধি

জুলাই ১৭, ২০২১, ০৩:০৫ পিএম


ফুলেল শুভেচ্ছায় সিক্ত মিজানুর রহমান

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারন সম্পাদক, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্বাক্ষরিত পরিপত্রের মাধ্যমে অবসর প্রাপ্ত যুগ্ম সচিব মিজানুর রহমান আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ লাভ করায় দিরাই আওয়ামী লীগ তাঁকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেছে।

শনিবার (১৭ জুলাই) দুপুরে দিরাই লঞ্চ ঘাট রোডের দলের অস্থায়ী কার্যালয়ে তাকে ফুল দিয়ে বরণ করেন আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, দিরাই পৌরসভার সাবেক মেয়র মোশাররফ মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়, দিরাই উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহন চৌধুরী  সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 

নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় আবেগ আপ্লুত হয়ে সাবেক এ অতিরিক্ত সচিব বলেন, যতদিন সরকারি চাকরি করেছি, সর্বদা সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের চেষ্টা করেছি, যার কারণে সকল সরকারের আমলেই সততার পুরস্কার পেয়েছি। আজ রাজনৈতিক জীবনের সূচনাতেই আমার প্রিয় এলাকাবাসীর যে ভালোবাসা পেয়েছি, তার প্রতিদান দেওয়ার যোগ্যতা আমার নেই । আপনারা দোয়া করবেন আমি যেন আজীবন এলাকাবাসীর সেবা করে যেতে পারি।

ঢাকা বিশ্ববিদ্যালয় জহুরুল হক হলের ছাত্র লীগের সাবেক সহসভাপতি মিজানুর রহমান নিজেকে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক দাবি করে বলেন, সরকারি চাকরির সুবাধে বিভিন্ন সরকারের আমলে কাজ করেছি, সরকারের মন্ত্রী এমপিদের সাথে দেশের উন্নয়নে কাজ করেছি, এনিয়ে আমার বিরুদ্ধে অপবাদ ছড়ানোর অবকাশ নেই। আমি আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ও আমাদের সিলেটের গর্ব পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান মহোদয় এর মাধ্যমেই আমার প্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ লাভ করছি। 

তিনি বলেন, যারা দুর্নীতি করে তারা কখনো বঙ্গবন্ধুর সৈনিক হতে পারেনা, আমরা দূর্নীতিমুক্ত দিরাই শাল্লা গড়তে চাই। 

তিনি বলেন, আমাদের এমপি মহোদয় এলাকার উন্নয়ন বিমুখ হয়ে দোয়ারা -ছাতক বাসীর উন্নয়ন করতে চান  এটা বড়ই দুঃখ জনক। 

তিনি বলেন, মাননীয় পরিকল্পনা মন্ত্রীর মাধ্যম আমরা দিরাই শাল্লায় উন্নয়নের কাজ হাতে নিয়েছি। অচিরেই এলাকা বাসী এর সুফল পাবেন। 

তিনি বলেন, যারা বিভিন্ন ঘাটের পানি খেয়ে আওয়ামী লীগের লেবাস পড়ে নিজের আখের যোগাচ্ছেন, চাঁদাবাজি, টেন্ডার বাজি, টিআর কাবিখা নিয়ে ব্যস্ত হয়েছেন তারা কখনো বঙ্গবন্ধুর সৈনিক হতে পারেনা। আপনাদের সাথে নিয়ে আমরা তাদের মুখোশ উন্মোচন করব।

আমারসংবাদ/এআই