Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

ফেনীতে ৬টি কর্মহীন পরিবার পেল রোটারীর পুলার ভ্যান

ফেনী প্রতিনিধি

জুলাই ১৭, ২০২১, ০৩:১০ পিএম


ফেনীতে ৬টি কর্মহীন পরিবার পেল রোটারীর পুলার ভ্যান

ফেনীতে ৬টি কর্মহীন পরিবারে স্বচ্ছলতা সৃষ্টির লক্ষ্যে রোটারী গভর্নর’স প্রায়োরিটি প্রজেক্টের আওতায় পুঁজিসহ পুলার ভ্যান বিতরণ করা হয়েছে।

শনিবার (১৭ জুলাই) সকালে শহরের ফেনী সিটি গার্লস হাই স্কুল মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ডিস্ট্রিক ৩২৮২ এর গভর্নর আবু ফয়েজ খান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ডিস্ট্রিক সেক্রেটারি জালাল উদ্দিন বাবলু।

পদ্মা জোনের জোনাল কো-অর্ডিনেটর একেএম সাইফুল ইসলাম মজুমদারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন লেফটেনেন্ট গভর্নর মমিনুল হক চৌধুরী, জোন সেক্রেটারি ইঞ্জিনিয়ার জানে আলম পারভেজ, ডেপুটি গভর্নর ফজলুল হক বাবলু, এসিস্টেন্ট গভর্নর চঞ্চল দে সরকার ও এম. মামুনুর রশিদ প্রমুখ। 

এছাড়াও উপস্থিত ছিলেন মোহাম্মদ ইলিয়াস, মো. আবুল কাশেম, জহির উদ্দিন, ফরিদ উদ্দিন ও মো. আবু নাছির।

রোটারী আন্তর্জাতিক জেলা ৩২৮২ বাংলাদেশ সহযোগিতায় অনুষ্ঠানে রোটারি পদ্মা জোনের ৬টি ক্লাব যথাক্রমে রোটারী ক্লাব অব ফেনী সেন্ট্রাল, রোটারী ক্লাব অব ফেনী অপরূপা, রোটারী ক্লাব অব ফেনী অপূর্ব, রোটারী ক্লাব অব ফেনী সিটি, রোটারী ক্লাব অব ফেনীর মিডটাউন (প্রস্তাবিত) ও রোটারি ক্লাব অব পরশুরাম এর পক্ষে প্রেসিডেন্ট কাওসার জান্নাত অভি, এনামুল হক, শহীদ উল্যাহ, জহির উদ্দিন ও শাহাদাত হোসেন প্রতিনিধিত্ব করেন।

অনুষ্ঠানে ফেনীর প্রায় সবকয়টি রোটারেক্ট ক্লাবের সদস্যগণ উপস্থিত ছিলেন। পরে উপকারভোগীদের হাতে পুঁজিসহ ৬টি পুলার ভ্যান তুলে দেন অতিথিবৃন্দ।

আমারসংবাদ/এআই