Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪,

খুলনা বিভাগে একদিনে করোনায় ৫২ জনের মৃত্যু

খুলনা প্রতিনিধি

জুলাই ১৯, ২০২১, ০৮:২৫ এএম


খুলনা বিভাগে একদিনে করোনায় ৫২ জনের মৃত্যু

খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়েছে। বেড়েছে শনাক্তের সংখ্যাও।

গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় আক্রান্ত হয়ে ৫২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ১ হাজার ১৬৫ জনের। 

সোমবার (১৯ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৪ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়া জেলায়। বাকিদের মধ্যে খুলনায় ১২ জন, যশোরে ১১ জন, বাগেরহাটে ২ জন, সাতক্ষীরায় ১জন, মাগুরায় ২জন, নড়াইলে ২জন, ঝিনাইদহ ৩জন ও মেহেরপুরে ৫ জন মারা গেছেন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে সোমবার সকাল পর্যন্ত বিভাগের ১০টি জেলায় মোট শনাক্ত হয়েছে ৮২ হাজার ৫৮৬ জন। 

আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৯৪৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৪ হাজার ৪০৫ জন।

আমারসংবাদ/এআই