Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

উলিপুরে ১০ ছাত্রলীগ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

উলিপুর (কুড়িগাম) প্রতিনিধি 

জুলাই ১৯, ২০২১, ০২:৩০ পিএম


উলিপুরে ১০ ছাত্রলীগ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

কুড়িগ্রামের উলিপুরে ১০ ছাত্রলীগ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। রোববার (১৮ জুলাই) কেন্দ্রিয় সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্রাচার্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, গত ২০১৭ সালের ১৫ আগস্ট উপজেলা প্রশাসন আয়োজিত শোক র‌্যালিতে ছাত্রলীগের দুইগ্রুপের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ থামাতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ ও লাঠি চার্জ করে। এতে উভয় পক্ষের ১১ জন আহত হয়। পরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে ছাত্রলীগের ১০ নেতাকে বহিষ্কার করা হয়। ৩ বছর ১১ মাস পর কেন্দ্রিয় কমিটি তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেন।

বহিষ্কার আদেশ প্রত্যাহার হওয়া ছাত্রলীগ নেতারা হলেন, কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাবেক সদস্য শেখ  সরওয়ার্দী সরদার সজীব, সদস্য প্রণয় সরকার প্রিতম, উপজেলা  ছাত্রলীগের সদস্য নাজমুল ইসলাম, মামুন সরকার পিয়াস, ওসমান গণি সরদার রতন, উলিপুর পৌর ছাত্রলীগের আহবায়ক মনিরুল ইসলাম নয়ন, সাবেক যুগ্ন-আহ্বায়ক সৌমিক প্রসাদ পান্ডে কৌনিক, সদস্য আব্দুর রাজ্জাক, সাইদুর রহমান, কর্মী রানা মিয়া।

এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রুবেল বলেন, যেহেতু কেন্দ্রিয় কার্যনির্বাহী সংসদ তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে এতে আমাদের উপজেলা ছাত্রলীগের নেতা কর্মীর কোন সমস্যা নেই। আমি আশা করি তারা পূর্বের ন্যায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয় এমন কোন কাজ করবে না। দলকে শক্তিশালী করতে তারা সর্বাত্মক সহযোগিতা করবে বলে মনে করেন তিনি।

আমারসংবাদ/কেএস