Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

সিরাজগঞ্জে যানজটমুক্ত রাতের মহাসড়ক

শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ: 

জুলাই ১৯, ২০২১, ০৬:২০ পিএম


সিরাজগঞ্জে যানজটমুক্ত রাতের মহাসড়ক

উত্তরবঙ্গের দ্বারপ্রান্ত সিরাজগঞ্জের ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কে কোথাও কোথাও একটু ধীরগতি থাকলেও নেই উল্লেখযোগ্য যানজট। রাত বাড়তে থাকার সাথে সাথে মহাসড়কে দিনের তুলনায় গাড়ির চাপ বাড়লেও সেই অনুযায়ী যানজট নেই বলে রাত ১২টার দিকে মহাসড়কে দায়িত্বরত পুলিশ কর্মকর্তাগণ আমার সংবাদকে নিশ্চিত করেছেন।

বঙ্গবন্ধু পশ্চিম থানার কর্তব্যরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল মজিদ আমার সংবাদকে বলেন, বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়ক এলাকায় যানচলাচল স্বাভাবিক রয়েছে। গাড়ির অত্যাধিক চাপ পড়লে স্বাভাবিক নিয়মেই টোল প্লাজার ঢাকাগামী মহাসড়কে টোল আদায়ের জন্য থেমে থেমে যানজট ও ধীরগতি হচ্ছে। 

মহাসড়কের কড্ডার মোড় এলাকা থেকে রাত সাড়ে ১২টার দিকে ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. আব্দুল গণি আমার সংবাদকে জানান, কড্ডা এলাকায় যানচলাচল একদম স্বাভাবিক রয়েছে। তবে উত্তরবঙ্গগামী মহাসড়কে গাড়ির যথেষ্ট চাপ রয়েছে। তবে যানজট যেন না লাগে সেজন্য ট্রাফিক বিভাগ তৎপর রয়েছে।

[media type="image" fid="133593" layout="normal" caption="1" infograph="0" parallax="0" popup="1"][/media]

মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর এলাকা থেকে হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল্লাহেল বাকী আমার সংবাদকে জানান, হাটিকুমরুল গোলচত্বর এলাকায় যানচলাচল স্বাভাবিক আছে জানিয়ে বলেন, মহাসড়কের এদিকের কোনও এলাকাতেই যানজট নেই। এমনকি ঝুঁকিপূর্ণ নলকা সেতু এলাকাও যানজট মুক্ত রয়েছে। এছাড়াও মহাসড়ক যানজটমুক্ত ও যেকোনো পরিস্থিতি মোকাবেলায় এবং ঈদে ঘরমুখী মানুষের যাত্রা নিরাপদ করতে হাইওয়ে পুলিশ তৎপর রয়েছে। 

আমারসংবাদ/এমএস