Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

করোনা কেড়ে নিলো বরিশাল সিটির সাবেক ভারপ্রাপ্ত মেয়রের প্রাণ

বরিশাল ব্যুরো

জুলাই ২২, ২০২১, ০৫:২০ এএম


করোনা কেড়ে নিলো বরিশাল সিটির সাবেক ভারপ্রাপ্ত মেয়রের প্রাণ

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বরিশাল সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আওলাদ হোসেন দিলু (৬৫)। 

বুধবার (২১ জুলাই) রাত সাড়ে ১০টায় ঢাকা ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান।

এরপর বৃহস্পতিবার নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের ডেফুলিয়ায় পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়েছে ।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রাণঘাতী করোনায় আক্রান্ত হলে উন্নত চিকিৎসার জন্য প্রায় ১৫ দিন আগে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। মৃত্যুর আগে তিনদিন তিনি ইউনাইটেড হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ইউনাইটেড হাসপাতালে তার মৃত্যু হয়। 

উল্লেখ্য, আওলাদ হোসেন দিলু ২০০৩ সালে অনুষ্ঠিত বরিশাল সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন। 

২০০৭ সালের ওয়ান ইলেভেন পরবর্তী সেনাবাহিনী নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে বরিশাল সিটি করপোরেশনের মেয়র বিএনপি নেতা মজিবর রহমান সরোয়ার গ্রেপ্তার হয়ে কারাবন্দী হন ও মেয়র পদ থেকে বরখাস্ত করে আওলাদ হোসেন দিলুকে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব দেওয়া হয়। 

২০০৮ সালে অনুষ্ঠিত দ্বিতীয় নির্বাচনে বিজয়ী মেয়র শওকত হোসেন (প্রয়াত) দাযিত্ব গ্রহণের আগ পর্যন্ত ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেন তিনি।

আমারসংবাদ/এআই