Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

ত্রিশালে রাস্তা পাকা করণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

জুলাই ২২, ২০২১, ০৮:৩৫ এএম


ত্রিশালে রাস্তা পাকা করণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

ঈদ-আনন্দ উপেক্ষা করে ময়মনসিংহের ত্রিশালে দড়ি কাঁঠাল এলাকায় প্রায় চার কিলোমিটার সড়ক পাকাকরণের দাবিতে হাজার হাজার মানুষ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন।

ঈদের দ্বিতীয় দিন বৃহস্পতিবার (২২ জুলাই) সকালে উপজেলার ঐতিহ্যবাহী কাঁঠাল ইউনিয়নের উকিলবাড়ি থেকে বানিয়া ধলা কালির বাজার পর্যন্ত সড়কটি পাকাকরণের দাবি জানান মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ কারীরা। 

স্থানীয়রা জানান, দীর্ঘ কয়েক বছর যাবৎ রাস্তাটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। রাস্তাটি খারাপের কারণে এলাকায় কোনো বিয়ে সাদী হচ্ছে না। গর্ভবতী মায়েরা জরুরি অবস্থায় ডেলিভারি করার সময় জেলা সদরে হাসপাতলে যাওয়ার পথে অনেক সময় রাস্তায় সন্তান প্রসব করেন। 

বৃহস্পতিবার সকালে প্রায় সাড়ে তিন কিলোমিটার এলাকায় মানববন্ধনে অংশগ্রহণ করে এলাকার হাজার হাজার মানুষ। 

এসময় স্কুল কলেজের ছাত্র ছাত্রী এমনকি পার্শ্ববর্তী বাড়ির গৃহিণীরা মানববন্ধনে অংশগ্রহণ করেন। 

মানববন্ধনে বক্তব্য রাখেন-ফজলুল করিম, ডাক্তার কবির রায়হান, হাসানুজ্জামান নয়ন, মাহাবুল আলম রতন, সহ সামাজিক রাজনীতিক ও এলাকার সুশীল মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন। 

এসময় বক্তারা রাস্তাটি দ্রুত পাকাকরণ করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জোর দাবি জানান। 

আমারসংবাদ/এআই