Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯০

নারায়ণগঞ্জ সদর প্রতিনিধি

জুলাই ২৩, ২০২১, ০৯:৪০ এএম


নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯০

নারায়ণগঞ্জে ২৪ ঘন্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২ জন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও ১ জন সোনারগাঁও এলাকার বাসিন্দা। এছাড়াও নতুন করে ২৪ ঘন্টায় আরও আক্রান্ত হয়েছে ৯০ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ৯০৪ জন। 

শুক্রবার (২৩ জুলাই) জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্যটি নিশ্চিত করেন।

জেলা স্বাস্হ্য অধিদপ্তরের তথ্যমতে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আওতাধীন মারা গেছে ১২৩ জন। আক্রান্ত হয়েছে ৬ হাজার ৪৮০ জন, নারায়ণগঞ্জ সদরে মারা গেছে ৪৭ জন, আক্রান্ত হয়েছে ৩ হাজার ৬৬৮ জন, বন্দরে মারা গেছে ১০ জন আক্রান্তের সংখ্যা ১ হাজার ৬১০ জন, রুপগঞ্জ মারাগেছে ১৫ জন, আক্রান্ত হয়েছে ৩ হাজার ১৯০ জন, সোনারগাঁয়ে মৃত্যু হয়েছে ৪৬ জন, আক্রান্তের সংখ্যা ১ হাজার ৭৭৫ জন, এছাড়াও আড়াই হাজারে মারাগেছে ৪ জন আক্রান্ত ১ হাজার ১৮১ জন।

উল্লেখ্য, নারায়ণগঞ্জে গত ৮ মার্চ প্রথম করোনাভাইরাস রোগী শনাক্ত হয়। ৩০ মার্চ বন্দরে এক নারী করোনা উপসর্গ নিয়ে মারা যায়। এরপর থেকে নারায়ণগঞ্জে একের পর এক করোনাভাইরাস উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করে। 

আমারসংবাদ/এআই