Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

মেহেরপুরে বিধবা ও প্রতিবন্ধীর ভাতার টাকা ছিনতাই 

মিনারুল ইসলাম, মেহেরপুর:

জুলাই ২৫, ২০২১, ০৫:২৫ পিএম


মেহেরপুরে বিধবা ও প্রতিবন্ধীর ভাতার টাকা ছিনতাই 

মেহেরপুরে এক বিধবা মা ও তার প্রতিবন্ধী ছেলের উত্তােলনকৃত ভাতার টাকা ছিনতাই হয়েছে। ছিনতাইয়ের এই জঘন্যতম ঘটনাটি ঘটেছে গাংনী উপজেলার কাষ্টদহ-মহেষপুর সড়কে। রোববার (৩৫ জুলাই) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের কবলে পড়া ওই বিধবা হলেন- মহেষপুর গ্রামের মৃত রসুল হােসেনের স্ত্রী সানােয়ারা খাতুন ও তার প্রতিবন্ধী ছেলে সেরেগুল হােসেন।

বিধবা সানােয়ারা খাতুন জানান, আমার প্রতিবন্ধী ছেলেকে নিয়ে জােড়পুকুরিয়া বাজার থেকে দু'জনের ৯ হাজার ভাতার টাকা উত্তােলন করে বাড়ি ফিরছিলাম। কাষ্টদহ- মহেষপুর রাস্তার মধ্যে পৌঁছালে একজন পুরুষ মানুষ আমাদের ঠেকিয়ে ৯ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। আমি ও আমার ছেলে প্রতিবাদ করতে গেলে আমাদের মারধর করে পালিয়ে যায়।

এদিকে খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটিদল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ সংবাদ লেখা পর্যন্ত ছিনতাইকারীকে চিহ্নিত করতে পারেনি পুলিশ।

আমারসংবাদ/এডি