Amar Sangbad
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪,

সিলেটে করোনায় মৃত্যু কমলেও শনাক্তে রেকর্ড

সিলেট ব্যুরো

জুলাই ২৭, ২০২১, ০৮:১০ এএম


সিলেটে করোনায় মৃত্যু কমলেও শনাক্তে রেকর্ড

গত ২৪ ঘন্টায় সিলেটে করোনা শনাক্তের নতুন রেকর্ড হয়েছে। এদিন বিভাগের চার জেলা মিলে ৭০৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে মৃত্যু হয়েছে আরও ৭ জনের।

মঙ্গলবার (২৭ জুলাই) সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো নিয়মিত প্রতিবেদন এ তথ্য নিশ্চিত করেছে।

এতে বলা হয়, এনিয়ে বিভাগে শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৩৬ হাজার ৯১৮ জনে। এদের মধ্যে সিলেট জেলায় ২০ হাজার ৫১২ জন, সুনামগঞ্জে ৪ হাজার ২০৬ জন, হবিগঞ্জ জেলায় ৪ হাজার ২৯৩ জন, মৌলভীবাজারে ৪ হাজার ৮৮২ জন ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩ হাজার ২৫ জন।

এদিকে মৃত্যুবরণ করা ৭ জনের মধ্যে ছয় জনই সিলেট জেলার। এছাড়া হবিগঞ্জের একজন রয়েছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ৬৩৮ জনে দাঁড়ালো। 

এরমধ্যে সিলেট জেলার ৫০৭ জন, সুনামগঞ্জে ৪৭ জন, হবিগঞ্জে ৩০ জন, মৌলভীবাজারের ৫৩ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একজন।

এতে আরও বলা হয়, একইদিনে নতুন করে আরও ৩৭৭ জন আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন।

আর গত একদিনে বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৫ জন। সব মিলিয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৩৮০ জন।

আমারসংবাদ/এআই