Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

মির্জাগঞ্জে আশ্রয়নের ঘর পরিদর্শনে পটুয়াখালী জেলা প্রশাসক

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

জুলাই ২৭, ২০২১, ১০:১৫ এএম


মির্জাগঞ্জে আশ্রয়নের ঘর পরিদর্শনে পটুয়াখালী জেলা প্রশাসক

মুজিব বর্ষে দরিদ্র ও গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ন প্রকল্প-২ এ মির্জাগঞ্জে নির্মাণাধীন ও হস্তান্তরিত ঘরসমূহ পরিদর্শন করেছেন পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। 

মঙ্গলবার (২৭ জুলাই) বেলা ১২টায় তিনি উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের কপালভেড়া, আমড়াগাছিয়া ইউনিয়নের ছৈলাবুনিয়া ও মাধবখালী ইউনিয়নের রামপুর এলাকায় নির্মাণাধীন ঘরসমূহের নির্মানসামগ্রীর গুনগতমান ও নির্মাণকাজ পরিদর্শন করেন এবং উপকারভোগীদের সাথে কথা বলে সন্তোষ প্রকাশ করেন। 

পরিদর্শনকালে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন উপকারভোগীদেরকে প্রধানমন্ত্রীর দেয়া উপহার এসকল ঘরের যথাযথ রক্ষণাবেক্ষণ করার অনুরোধ করেন এবং বসতঘরের পাশে পরিত্যক্ত জমিতে বেশী বেশী বনজ ও ফলদ গাছ লাগানোসহ পরিবারের চাহিদা মেটাতে প্রয়োজনীয় শাকসবজি চাষাবাদ ও গবাদিপশু পালন করে স্বাবলম্বী হওয়ার পরামর্শ দেন।

এ সময় পটুয়াখালী জেলা রেভিনিউ ডেপুটি কারেক্টর মোঃ আসাদুজ্জামান, মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ তানিয়া ফেরদৌস,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রায়হান-উজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ রফিকুল ইসলাম,উপজেলা প্রকৌশলী (এলজিইডি) শেখ আজিম উর-রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আরাফাত হোসেন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সঞ্জীব কুমার বিশ্বাস, মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিববুল্লাহ, একটি বাড়ী একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোঃ আল-আমিন, দেউলী সুবিদখালী ইউপি চেয়ারম্যান মোঃ আঃ আজিজ হাওলাদার, মির্জাগঞ্জ ইউপি চেয়ারম্যান এ্যাড.মনিরুল হক লিটন সিকদার, আমড়াগাছিয়া ইউপি চেয়ারম্যান মোঃ সুলতান আহমেদ ও মাধবখালী ইউপি চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম তালুকদার প্রমূখ উপস্থিত ছিলেন।

আমারসংবাদ/কেএস