Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

দুমকিতে ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারে ঢেউটিন ও খাদ্য সহায়তা প্রদান

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

জুলাই ২৯, ২০২১, ০১:৩০ পিএম


দুমকিতে ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারে ঢেউটিন ও খাদ্য সহায়তা প্রদান

পটুয়াখালীর দুমকিতে ঝড়ের কবলে বসতঘর বিধস্তসহ ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৯ জুলাই) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ ক্ষতিগ্রস্থদের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দেন। 

এরমধ্যে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের বাঁশবুনিয়া গ্রামে গাছচাপায় বসতঘর বিধস্ত লতিফ গাজীর পরিবারকে নগদ ৯ হাজার টাকা, ৩ বান্ডিল ঢেউ টিন, ১ বস্তা চাল এবং একই এলাকার মোশারফ গাজীর পরিবারকে নগদ ৩ হাজার টাকা, ১ বান্ডিল ঢেউ টিন ও এক বস্তা চাল দেয়া হয়। 

একইভাবে লেবুখালী, আঙ্গারিয়া, মুরাদিয়া ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝেও অনুরূপ ত্রাণ সহায়তা দেয়া হয়েছে। 

উল্লেখ্য, গত দুদিন ধরে প্রবল ভারি বর্ষণ ও ঝড়ে গাছ উপড়ে পড়ে ৪/৫টি পরিবারের বসতঘর সম্পূর্ণ বিধ্বস্তসহ শতাধিক কাঁচা ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। 

দুমকি উপজেলা নির্বাহী অফিসার শেখ আবদুল্লাহ সাদীদ জানান, ঝড়ে যাদের বসতঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে তাদেরকে আমারা নগদ অর্থসহ ঘরের টিন ও খাদ্য সহায়তা দিয়েছি। এছাড়াও যাদের আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে তাদেরকেও ত্রাণ সহায়তা দেয়া হবে।

আমারসংবাদ/এআই