Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

দর্শনায় ভিডিও গেম নিয়ে দ্বন্দ্ব, পুত্রকে বাঁচাতে গিয়ে বাবার মৃত্যু

ইসলাম রকিব, চুয়াডাঙ্গা

জুলাই ৩১, ২০২১, ০২:৫৫ পিএম


দর্শনায় ভিডিও গেম নিয়ে দ্বন্দ্ব, পুত্রকে বাঁচাতে গিয়ে বাবার মৃত্যু

চুয়াডাঙ্গায় ভিডিও গেম খেলাকে কেন্দ্র করে কলহের জেরে ধারালো ছুরির আঘাতে শহিদুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। ওইসময় তার দুই ছেলেসহ তিনজন জখম হয়েছেন। নিহত শহিদুল ইসলাম (৪৫) ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মরহুম তাহার আলীর ছেলে।

শনিবার (৩১ জুলাই) দুপুরে চুয়াডাঙ্গার দর্শনায় পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুরে এই ঘটনা ঘটে। হামলাকারী সুজন (১৯) একজন চোরাকারবারি। সে একই এলাকার আমজাদের ছেলে।

দর্শনা থানার ওসি মাহাব্বুবুর রহমান কাজল প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, সকালে ভিডিও গেম খেলাকে কেন্দ্র করে নিহত শহিদুলের ছেলে স্কুলপড়ুয়া ইনফাজের সঙ্গে সুজনের গন্ডগোল হয়। পরে তার মীমাংসাও হয়। 

কিন্তু পরে সুজন ছুরি দিয়ে ইনফাজকে মারতে যায়। ওই সময় ইনফাজের বাবাসহ কয়েকজন ঠেকাতে গেলে সে তাদেরও ছুরি দিয়ে আঘাত করে। ছুরির আঘাতটি শহিদুলের বুকে লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গেলেও সুজনকে (১৯) আটক করতে পারেনি। তবে আটক করার চেষ্টা অব্যাহত রয়েছে। এই ঘটনায় থানায় মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।

আমারসংবাদ/এআই