Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪,

সিলেটে রেকর্ড সংখ্যক রোগী শনাক্তের দিনে মৃত্যু ৯

সিলেট ব্যুরো

আগস্ট ১, ২০২১, ০৭:০০ এএম


সিলেটে রেকর্ড সংখ্যক রোগী শনাক্তের দিনে মৃত্যু ৯

করোনা রোগী শনাক্তে সিলেট বিভাগে আবারও রেকর্ড হয়েছে। গেল ২৪ ঘন্টায় এ বিভাগে ৯৯৬ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে। 

এসময়ে মারা গেছেন আরও ৯ জন। মহামারি শুরুর পর সিলেটে এটিই একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এর আগে ৩০ জুলাই সর্বোচ্চ ৮০২ জন শনাক্ত হন।

রোববার (১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় থেকে করোনা সংক্রান্ত নিয়মিত প্রতিবেদন এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, রোববার সকাল ৮টা পর্যন্ত বিভাগের চার জেলায় করোনা শনাক্ত হয়েছেন ৯৯৬ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩৯৯ জন, সুনামগঞ্জে ১০৬ জন, মৌলভীবাজারে ১৪০ জন ও হবিগঞ্জে ৩৪০ জন শনাক্ত হয়েছেন।

এ নিয়ে সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ হাজার ৪৫২ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৫ হাজার ১৩৬ জন, সুনামগঞ্জে ৪ হাজার ৭১১ জন, মৌলভীবাজারে ৫ হাজার ৫৫৯ জন ও হবিগঞ্জে ৪ হাজার ৮৪৬ জন শনাক্ত হয়েছেন।

এদিকে ২৪ ঘন্টায় মারা গেছেন ৯ জন। এর মধ্যে সিলেট জেলার ৭ জন ও সুনামগঞ্জের ২ জন রয়েছেন। 

এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা দাঁড়ালো ৭০২ জন। এর মধ্যে সিলেট জেলায় ৫৬১ জন, সুনামগঞ্জে ৫১ জন, মৌলভীবাজারে ৬০ জন ও হবিগঞ্জে ৩০ জন মারা গেছেন।

এছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩০৫ জন। আর বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৪০৫ জন।

আমারসংবাদ/এআই