Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

টাঙ্গাইলে করোনাক্রান্তদের বিএনপির হেল্প সেন্টারের ওষুধ ও সুরক্ষা সামগ্রী হস্তান্তর

টাঙ্গাইল প্রতিনিধি  

আগস্ট ২, ২০২১, ০২:৪৫ পিএম


টাঙ্গাইলে করোনাক্রান্তদের বিএনপির হেল্প সেন্টারের ওষুধ ও সুরক্ষা সামগ্রী হস্তান্তর

মহামারী করোনা ভাইরাসে আক্রান্তদের সহায়তায় টাঙ্গাইল জেলা বিএনপির হেল্প সেন্টারের জন্য ওষুধ ও সুরক্ষা সামগ্রী হস্তান্তর করা হয়েছে।

সোমবার (২ আগস্ট) সন্ধ্যায় জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিদের্শনায় কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু প্রধান অতিথি হিসেবে জেলা বিএনপির কাছে এই চিকিৎসা সামগ্রী তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন- টাঙ্গাইল জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও করোনা ভাইরাস পরিস্থিতি পর্যবেক্ষন সেলের আহ্বায়ক ছাইদুল হক ছাদুসহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিদের্শনায় সারাদেশে জেলা ভিত্তিক বিএনপি এবং ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর পরিচালনায় হেল্প সেন্টার পরিচালনা করা হচ্ছে। আমরা সার্বিকভাবে আমাদের সাধ্য মত এই মহামারীতেও মানুষের সেবা করে যাবো।

পরে রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে জেলার নেতৃবৃন্দের হাতে পর্যাপ্ত ওষুধ ও যাবতীয় সুরক্ষা সামগ্রী হস্তান্তর করা হয়।

আমারসংবাদ/কেএস