Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

বিদ্যালয়ের মাঠ নয় যেন জলাশয়

এনামুল হক, বাউফল

আগস্ট ৩, ২০২১, ০৯:২০ এএম


বিদ্যালয়ের মাঠ নয় যেন জলাশয়

দূর থেকে দেখলে মনে হবে একটি পুকুর কিংবা কোনো জলাশয়। না এটি কোনো পুকুর বা জলাশয় নয়, এটি পটুয়াখালীর বাউফল উপজেলার রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ।

গোটা মাঠ ডুবে আছে পানিতে। মাঠের চারিদিকে উঁচু হওয়ায় সব পানি এসে জমা হয় স্কুল মাঠে। তাই সামান্য বৃষ্টি হলেই স্কুল মাঠটি পুকুরে পরিণত হয়। গোটা বর্ষা মৌসুমে সর্বক্ষন পানি জমে থাকার কারণে কেচো, সাঁপসহ পোকামাকড় স্কুলের বিভিন্ন কক্ষে ঢুকে পরে। এতে করে শিক্ষার্থীরা বর্ষার মৌশুমে  বিদ্যালয়ে যেতে পারে না। 

শিক্ষার্থীর অভিভাবক ও  গ্রামবাসি স্কুল মাঠে দ্রুত মাটি ভরাটের দাবী জানিয়েছেন। 

রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সাকিলা ও সাফায়েত জানায়, দীর্ঘদিন ধরে পানি জমে থাকায় বর্ষার মৌসুমে বিদ্যালয়ে যেতে আমাদের অনেক কস্ট করতে হয়। যেতে মন চায় না। স্কুলের কেউ খেলাধুলা করতে পারেনা। স্কুল মাঠে হাটুপানি জমে থাকায় ক্লাসরুমে পোকামাকড় ও কেচোর বসবাস। 

অভিভাবক আলাল পলাশ বলেন, এই বর্ষা মৌসুমে বিদ্যালয় মাঠে দীর্ঘদিনপানি জমে থাকায় পঁচা দুর্গন্ধে পরিবেশ দুষিত হয়।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মন্জুরুল আলম হিরোন বলেন বিদ্যালয়ের মাঠ টি ভরাটের জন্য উপজেলা প্রশাসন কে অনেক বার বলা হলেও তারা কোন ব্যাবস্থা গ্রহণ করছেন না। 

আমারসংবাদ/এআই