Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

সিলেটে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

সিলেট ব্যুরো

আগস্ট ৪, ২০২১, ০৭:২৫ এএম


সিলেটে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

গেল ২৪ ঘন্টায় করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে সিলেট বিভাগে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। মহামারি শুরুর পর সিলেটে এটিই একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর আগে ৩০ জুলাই ১৭ জনের মৃত্যুর খবর জানিয়েছিল সিলেটের বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের কার্যালয়।

এসময়ে ১ হাজার ৯১০ জনের নমুনা পরীক্ষা করে ৭১৫ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩৭ দশমিক ৪৩ শতাংশ।  

বুধবার (৪ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত প্রতিবেদন এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, বুধবার সকাল ৮টা পর্যন্ত বিভাগের চার জেলায় করোনা শনাক্ত হয়েছেন ৭১৫ জন। এরমধ্যে সিলেটে ৪৫৪ জন, সুনামগঞ্জে ৯৭, হবিগঞ্জে ৩৮ এবং মৌলভীবাজারে ১২৬ জন শনাক্ত হয়েছেন। সব মিলে এ বিভাগে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৭৩০ জন।

এর মধ্যে সিলেট জেলায় ২৩ হাজার ১৫৫ জন, সুনামগঞ্জে ৫ হাজার ২ জন, হবিগঞ্জে ৫ হাজার ১১৫ জন এবং মৌলভীবাজারে ৫ হাজার ৯৩৯ জন আক্রান্ত হয়েছেন।

এদিকে ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩০ জনের মধ্যে ১৬ জন সিলেট জেলার, তিনজন সুনামগঞ্জ ও একজন হবিগঞ্জ জেলার বাসিন্দা।  

এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা দাঁড়ালো ৭৪৮ জন। এর মধ্যে সিলেট জেলার ৫৬৮ জন, সুনামগঞ্জে ৫৫ জন, হবিগঞ্জে ৩৫ জন এবং মৌলভীবাজারের ৬১ জন রয়েছেন।

এছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩০৩ জন। আর বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫৭ জন।

আমারসংবাদ/এআই