Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪,

সাভারে সিঙ্গার কারখানার গোডাউনে ভয়াবহ আগুন, আহত ৩০

আগস্ট ৫, ২০২১, ০৪:২৫ এএম


সাভারে সিঙ্গার কারখানার গোডাউনে ভয়াবহ আগুন, আহত ৩০

সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় সিঙ্গার ইলেকট্রনিক্সের একটি ওয়্যারহাউসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এসময় আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীসহ আহত হয়েছে অন্তত ৩০ জন। 

বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের রাজফুলবাড়িয়া বাসষ্ট্যান্ড এলাকায় এ আগুন লাগার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, সকাল সাড়ে ৮টার দিকে আগুনের সূত্রপাত হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে সাভার ফায়ার সার্ভিসের দুটি ও ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুই ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। 

আগুনের তীব্রতা বেশি হওয়ায় সাভার ট্যানারি ফাঁড়ির আরও একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টা ধরে পাঁচ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিস জানায়, সকালে সিঙ্গার কারখানার ওই টিনসেড গোডাউনে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে। পরে খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আগুনের তীব্রতা বেশী হওয়ায় পুরো গোডাউনটি পুরে গেলেও এখনো আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস। এঘটনায় ঢাকা আরিচা মহামসড়কের উভয়পাশে যানচলাচল বন্ধ রয়েছে। মহাসড়কে আটকা পড়েছে কয়েক হাজার যানবাহন। 
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম জানান, আগুনের তীব্রতা অনেক। আমরা সাধ্যমতো চেষ্টা করছি। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। বিস্তারিত পরে জানানো হবে।

এদিকে এঘটনায় ওই এলাকায় দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখেছে সাভার পল্লীবিদ্যুৎ। কিভাবে আগুন লেগেছে বিষয়টি জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

 

আমারসংবাদ/ইএফ