Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

কোম্পানীগঞ্জে  চুনাপাথর আমদানি শুরু

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

আগস্ট ৫, ২০২১, ১০:৫০ এএম


কোম্পানীগঞ্জে  চুনাপাথর আমদানি শুরু

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে প্রায় ৩ মাস বন্ধ থাকার পর অবশেষে  সিলেটের কোম্পানীগঞ্জ  উপজেলার ভোলাগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে পুনরায় ভারত থেকে চুনাপাথর পাথর আমদানি শুরু হয়েছে। 

বৃহস্পতিবার (৫ আগস্ট) বেশ কয়েকটি  ভারতীয় ট্রাক চুনাপাথর নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ভোলাগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে প্রতিবছর ভারত থেকে বিপুল পরিমাণ পাথর ও চুনাপাথর আমদানি করা হয়। ভারতে খনি থেকে যান্ত্রিক পদ্ধতিতে ও মাইন বোম্ব বিস্ফোরণ ঘটিয়ে পাথর ও চুনাপাথর উত্তোলন করা হয়।

মহামারী করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ভোলাগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে বাংলাদেশে পাথর রফতানি বন্ধ করে দেয় ভারত।

ভোলাগঞ্জ শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা আবদুর রউফ জানান, মূলত ভারত ফের পাথর রফতানি শুরুর সিদ্ধান্ত নিয়েছে। সে দেশের রফতানিকারকরা পাথর রফতানি করতে বাংলাদেশের ব্যবসায়ীদের চিঠি দিয়েছেন। ব্যবসায়ীরা বিষয়টি নিয়ে কাস্টমসের সঙ্গে কথা বলে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন।
দীর্ঘদিন পর  চুনাপাথর আমদানি শুরু হওয়ায় স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকরা বেশ আনন্দিত।

আমারসংবাদ/কেএস