Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

সিলেটে করোনায় আরও ২১ জনের মৃত্যু

সিলেট প্রতিনিধি

আগস্ট ১২, ২০২১, ০৭:১০ এএম


সিলেটে করোনায় আরও ২১ জনের মৃত্যু

সবশেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও ২১ জনের প্রাণ নিয়েছে করোনাভাইরাস। এসময়ে আক্রান্ত হিসাবে শনাক্ত হয়েছেন ৫৬৭ জন। 

এটিই একদিনে করোনায় দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। এর আগে বুধবার (১২ আগস্ট) সর্বোচ্চ ২২ জনের মৃত্যুর খবর জানিয়েছিল সিলেটের স্বাস্থ্য অধিদপ্তর।

বৃহস্পতিবার (১২ আগস্ট) সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ২৪ ঘন্টায় ১ হাজার ৮৬৩ নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৫৬৭ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে। শনাক্তের হার ৩০ দশমিক ৪৩ শতাংশ।

নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলায় ৩৫৯ জন, সুনামগঞ্জের ৫৩ জন, মৌলভীবাজারের ১০০ জন ও হবিগঞ্জের ৫৫ জন রয়েছেন। সব মিলে সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ হাজার ৫৭৮ জন।

এর মধ্যে সিলেট জেলায় ২৯ হাজার ৪৮১ জন, সুনামগঞ্জে ৫ হাজার ৫২৮ জন, মৌলভীবাজারে ৬ হাজার ৮৩০ জন ও হবিগঞ্জে ৫ হাজার ৭৩৯ জন আক্রান্ত রয়েছেন। এছাড়া সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি আরও ৩ হাজার ৯১১ জন শনাক্ত হন।

এদিকে ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করা ২১ জনের মধ্যে সিলেট জেলারই ১১ জন। সুনামগঞ্জ ও হবিগঞ্জে একজন করে রয়েছেন। এছাড়া সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন আরও ৮ জনের মৃত্যু হয়।

এ নিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৬৫ জন। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ৬৯৬ জন। সুনামগঞ্জের ৬০ জন, মৌলভীবাজারের ৬৬ জন  ও হবিগঞ্জের ৪৩ জন মারা গেছেন।

এছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৬৭ জন। সব মিলে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ৪৬৪ জন।

আমারসংবাদ/এআই