Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

তারাগঞ্জে আধুনিক যন্ত্রে ধানের চারা রোপন

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি

আগস্ট ১৩, ২০২১, ০৮:৫০ এএম


 তারাগঞ্জে আধুনিক যন্ত্রে ধানের চারা রোপন

আধুনিক প্রযুক্তির যন্ত্রে কৃষি ব্যবস্থার আগের চিত্র বদলে দিয়েছে। আধুনিক যন্ত্রের ছোঁয়ায় কৃষকের শ্রম কমলেও বেড়েছে উৎপাদন। এছাড়াও শ্রমিকের সংকট নিয়েও সমস্যা হচ্ছে না। উপজেলা জুড়েই কৃষকেরা বীজতলা থেকে উৎপাদন পর্যন্ত প্রতিটি স্তরে এখন ব্যবহার করছেন যান্ত্রিক প্রযুক্তি। মাত্র দুই দশক আগেও তা ছিল স্বপ্নের মতো। এখন যন্ত্রের মাধ্যমে চলছে কৃষির কার্যক্রম। এতে একদিকে লাভবান হচ্ছেন কৃষকেরা, অন্যদিকে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হচ্ছে। 

সরেজমিনে দেখা গেছে, রংপুর জেলার তারাগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে ২০একর জমিতে আমন ধানের চারা রোপন করেছে ধান ফসল উৎপাদিত কৃষকরা। উপজেলার ইকরচালী ইউনিয়নের বরাতী চরকডাঙ্গাপাড়া গ্রামের কৃষক ছাদেকুল ইসলাম, হামিদুল ইসলাম। জগদীশপুর গ্রামের মনোয়ার মিয়া, আজম আলী। শিয়ালপাড়া গ্রামের জয়তুল ইসলাম, জিন্নুর রহমানসহ বেশ কয়েকজন কৃষকের জমিতে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে গত ৫আগস্ট আমন ধানের চারা রোপন করা হয়।

কৃষক জয়তুল ইসলাম বলেন, কম খরছে অল্প সময়ে বেশী জমিতে ধানের চারা রোপন করা যায় রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রে। বিধায় আমরা কৃষকরা কয়েকজন মিলে উপজেলা কৃষি দপ্তরের ব্যবস্থাপনায় এ বছর রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে আমন ধানের চারা রোপন করেছি।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা ওয়াজেদ আলী বলেন, স্বল্প সময়ে লাভজনক হওয়ায় রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রে ধান রোপনে আগ্রহী হয়ে উঠেছেন চাষিরা।

উপজেলা কৃষি অফিসার ঊর্মি তাবাস্সুম বলেন, তিনটি ব্লোকে ২০একর জমিতে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে আমন ধানের চারা রোপন করা হয়েছে। আশাকরি এবছর কৃষকদের আমন ধান ফসলের ফলন খুব ভালো হবে।

আমারসংবাদ/কেএস