Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

মেহেরপুর জেনারেল হাসপাতালে যুক্ত হলো আরও ৫টি আইসিইউ ও ৫টি এইচডিইউ

মেহেরপুর প্রতিনিধি

আগস্ট ১৪, ২০২১, ১২:০০ পিএম


 মেহেরপুর জেনারেল হাসপাতালে যুক্ত হলো আরও ৫টি আইসিইউ ও ৫টি এইচডিইউ

মেহেরপুর জেনারেল হাসপাতালে সাজেদা ফাউন্ডেশনের সহযোগীতায় আরও ৫টি আইসিইউ ও ৫টি এইচডিইউ বেডের সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৪ আগস্ট) বিকাল সাড়ে ৪ টায় আনুষ্ঠানিকভাবে এই সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ নিয়ে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আইসিইউ বেডের সংখ্যা দাঁড়াল ১২টি। 

৫টি আইসিইউ ও ৫টি এইচডিইউ বেডের সেবাদান কার্যক্রমের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালী প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রীও মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন এমপি। উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন হাসপাতালের তত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম। 

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাজেদা ফাউন্ডেশন এর নির্বাহী কর্মকর্তা জাহেদা ফিজ্জা কবির, মেহেরপুর পুলিশ সুপার রাফিউল আলম, সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন। সার্বিক সমন্বেয় ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. ইব্রাহীম শাহীন।

আমারসংবাদ/কেএস