Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত, তলিয়ে যাচ্ছে নিম্নাঞ্চল

আগস্ট ১৮, ২০২১, ০৯:০৫ এএম


যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত, তলিয়ে যাচ্ছে নিম্নাঞ্চল

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় যমুনার পানি ৩৩ সে.মি. বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১০৬ সে.মি. নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। 

এতে করে চরাঞ্চালের নীচু এলাকায় পানি প্রবেশ করতে শুরু করেছে। ক্ষতি হচ্ছে বিভিন্ন ফসলের। পানিবন্দি হয়ে পড়ছে উপজেলার যমুনা চরাঞ্চলের লোকজন। 

এছাড়াও নদী তীরবর্তী এলাকায় ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। নদীতে বিলীন হয়ে যাচ্ছে ফসলি জমি সহ অসংখ্য ঘর-বাড়ী।

সরজমিনে দেখা গেছে, যমুনা সহ সকল নদনদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। এছাড়াও নীচু এলাকায় বন্যার পানিব প্রবেশ করায় পানিবন্দি হয়ে পড়ছে লোকজন। গবাদি পশু নিয়ে অনেকটা দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নদী তীরবর্তী এলাকায় ভাঙনও অব্যাহত রয়েছে। বসতভিটা হারিয়ে অনেকটা মানবেতর জীবন যাপন করছে ভাঙনকবলিত লোকজন। 

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকোশলী মো.সিরাজুল ইসলাম জানিয়েছেন, উজানের ঢলের কারনে আরো কয়েকদিন পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। তবে বড় ধরনের কোনো বন্যার আশঙ্কা নেই।  

আমারসংবাদ/এআই