Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪,

পাটগ্রামে দুর্যোগ অবহিতকরণ প্রশিক্ষণ কর্মশালা

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

আগস্ট ১৮, ২০২১, ১০:৪৫ এএম


পাটগ্রামে দুর্যোগ অবহিতকরণ প্রশিক্ষণ কর্মশালা

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় 'দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী (এসওডি) ২০১৯' অবহিত করণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ আগস্ট) উপজেলা শহীদ আফজাল মিলনায়তনে সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন-পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুর রহমান। এতে প্রধান আলোচক হিসেবে অনলাইন ভার্চুয়ালে যুক্ত হন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সিপিপি) আলী রেজা মজিদ। 

বিশেষ আলোচক হিসেবে সংযুক্ত হন লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর ও পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল। 

এসময় উপস্থিত ছিলেন- পাটগ্রাম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) উত্তম কুমার নন্দী, পাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব প্রধান বেলাল, জগৎবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবিবর রহমান, বাউরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বসুনিয়া দুলাল, জোংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) বিজয় কুমার রায়, শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আব্দুস ছাত্তার, কুচলিবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুল ইসলাম, পাটগ্রাম  থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাফিজুল ইসলাম ও বিভিন্ন এনজিও এবং গণমাধ্যমকর্মীরা অংশ গ্রহণ করে।

আমারসংবাদ/এআই