Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

খিঁচুড়ি খাওয়া নিয়ে বিরোধে ক্ষুরাঘাতে যুবক নিহত, পিতা-পুত্র আটক

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

আগস্ট ২৩, ২০২১, ০৬:৪০ এএম


খিঁচুড়ি খাওয়া নিয়ে বিরোধে ক্ষুরাঘাতে যুবক নিহত, পিতা-পুত্র আটক

সাতক্ষীরার কলারোয়ায় পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের ধারালো ক্ষুরের আঘাতে এক যুবক নিহত হয়েছে।

রোববার (২২ আগস্ট) রাত ৮ টার দিকে উপজেলার দেয়াড়া ইউনিয়নের কাশিয়াডাঙ্গা বাজারে এ ঘটনা ঘটে। 

নিহত আব্দুল মান্নান (৩৫) কাশিয়াডাঙ্গা গ্রামের আলী বকস্ এর ছেলে। এ ঘটনায় আরো তিন জন আহত হয়েছেন বলে জানা গেছে।

হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ একই এলাকার মোঃ হানিফ খান (২৫) ও তার পিতা মোঃ মুজিবর রহমান (৫৬) কে আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে অনুষ্ঠিত দোয়া মাহফিল শেষে খিঁচুড়ি খাওয়াকে কেন্দ্র করে হানিফের সাথে আব্দুল মান্নানের বাকবিতন্ডা ও হাতাহাতি হয়। স্থানীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপে সে সময় পরিস্থিতি শান্ত করা হয়। 

পরদিন মিমাংসার কথা বলে সন্ধ্যার পর মান্নানকে কাশিয়াডাঙ্গা বাজার সংলগ্ন এলাকায় ডেকে নেওয়া হয়। 

সেখানে আবারো বাকবিতন্ডা ও উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলে উত্তেজিত হানিফ ধারালো ক্ষুর দিয়ে মান্নানের পেটে আঘাত করে। আঘাতে মান্নানের পেটের নাড়ি বেরিয়ে যায়। তাদের ঠেকাতে গিয়ে মোঃ হাফিজুর রহমান, বাবু ও রবিউল ইসলাম নামে তিন জন আহত হন। 

তাৎক্ষণিকভাবে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মান্নানকে উদ্ধার করে পার্শ্ববর্তী যশোরের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে রাতেই সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবীর জানান, এ ঘটনায় অভিযুক্ত পিতা-পুত্র দুইজনকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আমারসংবাদ/এআই