Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

সিলেটে আরও ১২ জনের প্রাণ কাড়লো করোনা

সিলেট প্রতিনিধি

আগস্ট ২৬, ২০২১, ০৭:৩৫ এএম


সিলেটে আরও ১২ জনের প্রাণ কাড়লো করোনা

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। তাদের ১১ জনই সিলেট জেলার বাসিন্দা। অপরজন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যান।

এসময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ১৮১ জন। এদের মধ্যে সিলেট জেলার বাসিন্দা ৭৯ জন, সুনামগঞ্জের ১৯ জন, হবিগঞ্জের ১৮ জন ও মৌলভীবাজারের ৪৩ জন আছেন।

এছাড়াও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ২২ জনের করোনা শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় এ তথ্য জানান।

তিনি বলেন, মহামারির শুরু থেকে আজ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ১ হাজার ২৭ জন। 

এরমধ্যে সিলেট জেলার ৭৪৯ জন, সুনামগঞ্জে ৭০ জন, হবিগঞ্জে ৪৬ জন, মৌলভীবাজারের ৭০ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯২ জন মারা যান।

এদিকে সবশেষ ১৮১ জন নিয়ে এ বিভাগে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫২ হাজার ৩৬ জন। এরমধ্যে সিলেট জেলায় ২৭ হাজার ৭১০ জন, সুনামগঞ্জে ৬ হাজার ৩৭, হবিগঞ্জে ৬ হাজার ২৩৯ জন, মৌলভীবাজারে ৭ হাজার ৬১৬ জন ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪ হাজার ৪৩৪ জন শনাক্ত হয়েছেন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২ জন। আর নতুন করে সুস্থ হয়েছেন।

আমারসংবাদ/এআই