Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

সিলেটে করোনায় আরও ৯ মৃত্যু, শনাক্ত ১৭৩

সিলেট প্রতিনিধি

আগস্ট ২৯, ২০২১, ০৭:১০ এএম


সিলেটে করোনায় আরও ৯ মৃত্যু, শনাক্ত ১৭৩

একদিনের ব্যবধানে সিলেট বিভাগে ফের করোনায় আক্রান্ত ও মৃত্যু বেড়েছে। সবশেষ ২৪ ঘন্টায় এ বিভাগে আরও ৯ জনের প্রাণ নিয়েছে করোনাভাইরাস। 

একইসাথে নতুন রোগী শনাক্ত হয়েছেন ১৭৩ জন। এর আগে শনিবার ১২৭ জন রোগী শনাক্ত ও ৬ জনের মৃত্যুর খবর জানায় সিলেটের বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের কার্যালয়।

রোববার (২৯ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় থেকে পাঠানো দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, নতুন মারা যাওয়া ৯ জনের ৮ জনই সিলেট জেলার বাসিন্দা।অপরজনের বাড়ি মৌলভীবাজার জেলায়।

এ নিয়ে সিলেট বিভাগে ১ হাজার ৫২ জনের প্রাণ কেড়ে নিল করোনাভাইরাস। এরমধ্যে সিলেট জেলার ৮৬৩ জন, সুনামগঞ্জের ৭২ জন, মৌলভীবাজারের ৭১ জন ও হবিগঞ্জের ৪৬ জন রয়েছেন।

এদিকে গত ২৪ ঘন্টায় ৯৭৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে সিলেট জেলায় ১৫৪ জন, সুনামগঞ্জের ৮ জন, মৌলভীবাজারের ৮ জন ও হবিগঞ্জের ৩ জন শনাক্ত হয়েছেন।শনাক্তের হার ১৭ দশমিক ৭১ ভাগ।

সবমিলে বিভাগে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৫২ হাজার ৫২৪ জনে। এর মধ্যে সিলেট জেলায় ৩২ হাজার ৪৮৩ জন, সুনামগঞ্জে ৬ হাজার ৬৯ জন, মৌলভীবাজারে ৭ হাজার ৬৮৮ জন ও হবিগঞ্জের ৬ হাজার ২৮৪ জন রয়েছেন।

এছাড়া নতুন করে সুস্থ হয়েছেন আরও ১৬৭ জন। আর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৩৭০ জন।

আমারসংবাদ/এআই