Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

সিলেটে দৈনিক শনাক্ত একশর নিচে নামল

সিলেট প্রতিনিধি

আগস্ট ৩১, ২০২১, ০৮:১০ এএম


সিলেটে দৈনিক শনাক্ত একশর নিচে নামল

সিলেট বিভাগে করোনাভাইরাসের সংক্রমণ কমতে শুরু করেছে। সবশেষ গত চব্বিশ ঘণ্টায় এ বিভাগে রোগী শনাক্তের সংখ্যা একশর নিচে নেমে এসেছে। 

এসময় নতুন করে শনাক্ত হয়েছেন ৮০ জন। একইসাথে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ জন। 

এর আগে সোমবার ৭ জনের মৃত্যু ও ২৯০ জন আক্রান্ত হয়েছিল। 

মঙ্গলবার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় এসব তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ৯০০ টি নমুনা পরীক্ষা করা হয়। এতে সিলেট জেলার ৪৬ জন, সুনামগঞ্জের ৪ জন, হবিগঞ্জের ১২ জন এবং মৌলভীবাজার জেলার ১৮ জনের দেহে করোনার অস্তিত্ব ধরা পড়ে। শনাক্তের হার ৮ দশমিক ৮৯ ভাগ।

এনিয়ে বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা ৫২ হাজার ৮৯৪ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে সিলেট জেলায় ৩২ হাজার ৬০৯ জন, সুনামগঞ্জে ৬ হাজার ৮৫ জন, হবিগঞ্জে ৬ হাজার ৪৫৫ জন ও মৌলভীবাজারে ৭ হাজার ৭৪৫ জন রয়েছেন। 

এদিকে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮ জনের সকলেই সিলেট জেলার বাসিন্দা। এনিয়ে বিভাগে করোনায় মৃতের সংখ্যা ১ হাজার ৬৭ জনে দাঁড়াল। এর মধ্যে সিলেট জেলায় ৮৭৭ জন, সুনামগঞ্জে ৭২ জন, হবিগঞ্জে ৪৬ জন এবং মৌলভীবাজার জেলায় ৭২ জন মারা গেছেন।

একই সময়ে আরও ১৪৭ জন রোগী সুস্থ হয়েছেন। এনিয়ে সিলেট বিভাগে মোট সুস্থ হয়েছেন ৪৩ হাজার ৪৭৮ জন।

আমারসংবাদ/এআই