Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪,

মাতামুহুরী ও সাংগু রিজার্ভ ফরেস্টে হেলিকপ্টারে ছিটানো হলো বীজ

মোঃ নাজমুল হুদা, লামা

সেপ্টেম্বর ১, ২০২১, ০৬:২৫ এএম


মাতামুহুরী ও সাংগু রিজার্ভ ফরেস্টে হেলিকপ্টারে ছিটানো হলো বীজ

মাতামুহুরী ও সাংগু রিজার্ভ ফরেস্টে হেলিকপ্টারের মাধ্যমে ছিটানো হলো সীটবল (বীজ)। দেশের অন্যতম প্রাকৃতিক বনাঞ্চল পার্বত্য জেলা বান্দরবানের সাঙ্গু ও মাতামুহুরী রির্জাভ এলাকা সংরক্ষণে হেলিকপ্টারে ৬ হাজার সিডবল নিক্ষেপ করেন। এতে প্রায় ৩০ প্রজাতির পাঁচ লাখ বীজ-চারা রোপিত হলো রিজার্ভ এলাকায়।

মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল ১০ টায় সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে সীডবল নিক্ষেপের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এদিন বেলা পৌনে ১২ টা মাতামুহুরী রিজার্ভের বাবুপাড়া পয়েন্টে ফলক উন্মোচন ও শোভাবর্ধনকারি বৃক্ষচারা রোপণ করেন বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জিয়াউল হক পিএসসি। 

লামা বিভাগীয় বন কর্মকর্তা এসএম কায়সার এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অতিথি ছিলেন-৫৭ বিজিবি অধিনায়ক লে: কর্নেল ইফতেখার আহমদ পিএসসি, আলীকদম জোনের উপ-অধিনায়ক, বন সংরক্ষক, চট্টগ্রাম অঞ্চল মোঃ আবদুল আওয়াল সরকার, বান্দরবান বিভাগীয় বন কর্মকর্তা ফরিদ মিয়া, আলীকদম উপজেলা চেয়ারম্যান আবুল কালাম, জেলা পরিষদ সদস্য শেখ মাহবুবুর রহমান, ফাতেমা পারুল ও ধুংড়ি মং মার্মা, ৩২ আনসার ব্যাটালিয়ন অধিনায়ক এজিম আজিম উদ্দীন, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ডিপু ম্যানেজার চট্টগ্রাম, সহকারী বন সংরক্ষক মোঃ গিয়াস উদ্দিন, রেজ্ঞ অফিসার মনজুরুল আলম, মোঃ শাহজাহান প্রমূখ।

সূত্র জানায়, বন বিভাগ, সেনা ও বিমান বাহিনীর সহায়তায় মাতামুহুরী ও সাংগু রিজার্ভ ফরেস্ট এলাকায় ১ লাখ ২ হাজার ও সাংগুতে ৮২ হাজার ২০০ একর প্রাকৃতিক বনভূমিতে বিরল ও বিলুপ্ত ৩০ প্রকার প্রজাতির প্রায় ৫ লক্ষ বীজ বপণ করা হচ্ছে। এতে করে প্রাকৃতিক পরিবেশ সবুজায়ন ও প্রাণী বৈচিত্র্য সংরক্ষণ হবে বলে জানান সংশ্লিষ্টরা।

আমারসংবাদ/এআই