Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

কলারোয়ায় ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারী আটক

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

সেপ্টেম্বর ১, ২০২১, ১১:৫৫ এএম


কলারোয়ায় ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারী আটক

সাতক্ষীরার কলারোয়া সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করার সময় ১০টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি।

আটক মনিরুল ইসলাম (৫০) সাতক্ষীরার সদর উপজেলার ঘরচালা গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
গত মঙ্গলবার (৩১ আগস্ট) রাত ১২টার দিকে অভিযান চালিয়ে কলারোয়া উপজেলার ব্রজবাকসা বাজার এলাকা থেকে স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়।

বুধবার (১ সেপ্টেম্বর) বিজিবি সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আল মাহমুদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বর্ণ চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর রেজা আহমেদের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৩/৩ এস হতে পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়ার ব্রজবাকসা বাজার এলাকায় অভিযান চালিয়ে ১০০ ভরি (১ কেজি ১৬৬.৪০ গ্রাম) ওজনের ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারী মনিরুল ইসলামকে আটক করতে সক্ষম হয়। জব্দকৃত স্বর্ণ বারের বাজার মূল্য প্রায় ৭৩ লক্ষ টাকা।

কলারোয়া থানা সূত্রে জানা গেছে, স্বর্ণের বারসহ আটক ব্যক্তিকে থানা পুলিশে সোপর্দ পূর্বক তার বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

আমারসংবাদ/কেএস