Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪,

কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারো মৃত ডলফিন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি 

সেপ্টেম্বর ২, ২০২১, ০১:০০ পিএম


কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারো মৃত ডলফিন

কুয়াকাটার সৈকতের বেলাভূমিতে ১২ ফুট দৈর্ঘ্যের একটি বিশালাকৃতির মৃত ডলফিন ভেসে এসেছে। 

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা সৈকতের ফরেষ্ট ক্যাম্প এলাকায় ডলফিনটি দেখেতেপান। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তাকে অবহিত করলে তিনি স্থানীয়দের ডলফিনটি মাটি চাপা দেয়ার নির্দেশ দেন।  

ডলফিন রক্ষা কমিটির সদস্যরা জানান, প্রায় ১২ ফুট দৈর্ঘ্য ও ২ ফুট প্রস্থের ডলফিনটির মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। জেলেদের জালের আঘাতে এটির মৃত্যু হয়েছে বলে তাদের ধারণা। এর আগে ভেসে আসা মৃত ডলফিনের মধ্যে এটিই সবচেয়ে বড় বলে জানান তারা।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, ভেসে আসা ডলফিনটি একটি ইরাবতী প্রজাতির ডলফিন। পরবর্তীতে আর কোন মৃত ডলফিন ভেসে আসলে সেটির খাদ্যনালী সংগ্রহ করে মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পাঠানো হবে বলে তিনি জানান।

গত ২১ আগস্ট সৈকতের ব্লক পয়েন্ট এলাকায় একটি ৭ ফুট দৈর্ঘ্যের মৃত ইরাবতি ডলফিন ভেসে এসেছিল।

আমারসংবাদ/কেএস