Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

আবারো বেড়েছে তিস্তার পানি, প্লাবিত কয়েক হাজার পরিবার 

লালমনিরহাট প্রতিনিধি 

সেপ্টেম্বর ৩, ২০২১, ০৯:২৫ এএম


আবারো বেড়েছে তিস্তার পানি, প্লাবিত কয়েক হাজার পরিবার 

লালমনিরহাটে আবারো বেড়েছে তিস্তার পানি। প্লাবিত হয়েছে নদী অববাহিকার নিম্নাঞ্চলসহ অন্তত ৩০টি গ্রাম। 

শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকাল ৬টায় হাতীবান্ধার দোয়ানী ব্যারেজ পয়েন্টে তিস্তার পানি রেকর্ড করা হয় ৫২.৯০ সে.মি। যা বিপৎসীমার ৩০ সেন্টিমিটার বেশি।

পানি বৃদ্ধির কারণে পাটগ্রামের দহগ্রাম, হাতীবান্ধার সানিয়াজান, সিন্দুর্না, সিংগীমারী, গড্ডিমারী, পাটিকাপাড়া; কালীগঞ্জের ভোটমারী, শোলমারী, কৈমারী, কালিকাপুর; আদিতমারীর মহিষখোচা, গোবর্ধন, চন্ডিমারী কুটিরপাড়, বাহাদুর পাড়া; সদর উপজেলার কালমাটি, রাজপুর, খুনিয়াগাছ, গোকুন্ডাসহ বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

পানি বন্দি হয়ে পড়েছে অন্তত ৩০টি গ্রামের মানুষ। ঘরবাড়ি, ফসলের ক্ষেতপানির নিচে তলিয়ে গেছে। পানিতে ভেসে গেছে মাছের খামারও। চরম বিপাকে পড়েছেন মানুষজন। 

এদিকে পানি উন্নয়ন বোর্ড জানায়, কয়েক ঘণ্টার ব্যবধানে ৫৫সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। সময়ের সাথে এটি আরো বাড়তে পারে। বর্তমানে ব্যারেজের সবকটি গেট খুলে দিয়ে পানি নিয়ন্ত্রণ করা হচ্ছে। 

আমারসংবাদ/কেএস