Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

অবহেলায় পঁচে গেলো গরীবের ত্রাণের সামগ্রী 

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি 

সেপ্টেম্বর ৩, ২০২১, ১২:২০ পিএম


অবহেলায় পঁচে গেলো গরীবের ত্রাণের সামগ্রী 

রংপুরের মিঠাপুকুর উপজেলা পরিষদের অস্হায়ী গুদাম ঘরে পঁচে গেলো গরীবদের জন্য বরাদ্দকৃত ত্রাণ সামগ্রী। বুধবার উপজেলা পরিষদের অস্হায়ী গুদাম ঘর থেকে গ্রাম পুলিশ সদস্যদের পঁচা এবং দুর্গন্ধযুক্ত আলু, পেঁয়াজ বের করতে দেখা যায়। 

মিঠাপুকুর উপজেলার ১৭টি ইউনিয়নে যখন প্রায় ছয়লক্ষাধিক গরীব আর অসহায় মানুষের করোনাকালীন সময়ে হিমসিম খাওয়ার উপক্রম তখন এসব গরীবের খাবার ফেলা হচ্ছে উপজেলা পরিষদের পুকুরে মাছের খাদ্য হিসেবে। 

এ নিয়ে উপজেলা পরিষদের প্রকল্প বাস্তবায়ন অফিসের এক কর্মচারী নাম প্রকাশ না করার অনুরোধ করে বলেন, সবে বড় কর্তাদের অবহেলার কারণে হয়েছে। 

কিভাবে গরীবের খাবার পঁচে গেলো এ নিয়ে জানতে উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ জোহরার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আমার সংবাদকে জানান, ত্রাণের খাবার পঁচে যাওয়ার বিষয়টি সত্যি নয়। করোনা কালীন সময়ে ৯৯৯ এর জন্য এসব ত্রাণ বরাদ্দ ছিলো। এসব কাজ লাগেনি তাই এখান থেকে কিছু কাঁচামাল নষ্ট হয়েছে।

আমারসংবাদ/কেএস