Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

হবিগঞ্জ আঞ্চলিক পার্সপোর্ট অফিসের ৬ দালালকে জেলা-জরিমানা 

হবিগঞ্জ প্রতিনিধি

সেপ্টেম্বর ৫, ২০২১, ০১:৩৫ পিএম


হবিগঞ্জ আঞ্চলিক পার্সপোর্ট অফিসের ৬ দালালকে জেলা-জরিমানা 

দীর্ঘদিন যাবত হবিগঞ্জের পার্সপোর্ট অফিসের কিছু সংখ্যক অসাধু কর্মকর্তা কর্মচারীদের যোগসাজশে। অনিয়ম-দুর্নীতি ও পার্সপোর্ট করতে আসা সাধারণের নিকট থেকে নিয়মবহির্ভূতভাবে অতিরিক্ত টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। 

রোববার (৫ সেপ্টেম্বর) হবিগঞ্জ জেলা আঞ্চলিক পার্স পোর্ট অফিসে পার্সপোর্ট বানিয়ে দেয়ার নাম করে বিভিন্ন লোকজনের নিকট থেকে টাকা পয়স নেয়াও হয়রানির অভিযোগে হবিগঞ্জ জেলার আঞ্চলিক পাসপোর্ট অফিসের ভিতর থেকে ৬ দালাল কে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড দিয়েছেন সিলেট বিভাগের র‌্যাব-৯ এর একটি দল তাদের আটক করে। 

পরে কোর্ট পরিচালনা করে, বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট শামসুদ্দিন মোঃ রেজা ভ্রাম্যমান আদালতে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদন্ড প্রদান করেন। হাবিবুর রহমানকে (৩৮)কে ১০ হাজার টাকা ও ৬ মাসের কারাদণ্ড, জামাল আহমেদ (৪১)কে ৫ হাজার টাকা ও ৬ মাসের কারাদণ্ড, টেনু মিয়া (৪২)কে ৫শ টাকা ও ১৫ দিনের কারাদণ্ড, আব্দুল রহিম (৪২) ৫শ টাকা ও ১৫ দিনের কারাদণ্ড, বাছিত মিয়া (৪৫)কে ৫শ টাকা ও ১৫ দিনের কারাদণ্ড, আরেকজনকে ৫শ টাকা জরিমানা ও ১৫ দিনের কারাদণ্ডে দন্ডিত করেন ভ্রাম্যমান আদালত। 

ভুক্তভোগীরা যারা অভিযোগ করে ছিলেন, তাদের টাকাও তাদের নিকট থেকে নগদে আদায় করে দেয়া হয়েছে। 

আমারসংবাদ/কেএস