Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে ৩৪ দালালকে জেল-জরিমানা

চট্টগ্রাম প্রতিনিধি

সেপ্টেম্বর ৫, ২০২১, ০৪:৪০ পিএম


চট্টগ্রামে র‌্যাবের অভিযানে ৩৪ দালালকে জেল-জরিমানা

চট্টগ্রামের বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) আঞ্চলিক কার্যালয় ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং ফেনী জেলার ফেনী সদর থানাধীন ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এলাকায় র‌্যাব-৭ অভিযান চালিয়ে দালাল ও প্রতারক চক্রের ৩৪ সদস্যকে জরিমানা ও বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়।

রোববার (৫ সেপ্টেম্বর) একযুগে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয় এবং চট্টগ্রাম মেডিকেল, ফেনী সদর হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে দালাল ও প্রতারক চক্রের ৩৪ সদস্যকে আটক করেছে বলে রাতে গণমাধ্যমকে জানান র‌্যাব-৭।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, 'গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, বাংলাদেশ রোড ট্রান্সপার্ট অথরিটি (বিআরটিএ) এর চট্টগ্রাম  বিআঞ্চলিক কার্যালয়ে দূর-দূরান্ত থেকে আসা সাধারণ গ্রাহকদের বিভিন্ন প্রয়োজন যেমন- শিক্ষানবীশ ড্রাইভিং লাইসেন্স ইস্যু, ড্রাইভিং লাইসেন্স নবায়ন, মোটরযানের রেজিস্ট্রেশন, মালিকানা বদলী, রুট পারমিট ইস্যু ও নবায়ন, ফিটনেস নবায়ন করার নাম করে এক শ্রেণির দালাল ও প্রতারক চক্র সরকার ঘোষিত নির্ধারিত ফি এর অতিরিক্ত অর্থ হাতিয়ে নিচ্ছে। এ তথ্যের ভিত্তিতে দুপুরে অভিযান চালিয়ে ২১ দালালকে আটক করা হয়। এসময় ২০ জনকে ১লাখ ৬০ হাজার ৫০০ টাকা জরিমানা ও একজনকে ৩ দিনের কারাদন্ড প্রদান করা হয়।'

তিনি আরও বলেন, 'অপর একটি তথ্যের ভিত্তিতে র‌্যাব চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় দূর-দূরান্ত থেকে আসা রোগীদের অসহায়ত্বের সুযোগ নিয়ে এক শ্রেণির দালাল ও প্রতারক চক্র অসাধুভাবে যেমনঃ ন্যায্যমূল্যে ঔষধ কেনার নামে বেশী দামে ঔষধ ক্রয়, ঔষধ কেড়ে নিয়ে চার পাঁচ গুণ বেশি দামে ঔষধ ক্রয়, সুকৌশলে তাদের পছন্দমত ল্যাবে পাঠিয়ে দিয়ে অর্থ আত্মসাৎ করছে। এসব তথ্যের ভিত্তিতে একই সময়ে অভিযান আরও ৭ দালালকে আটক করা হয়। এবং তাদের মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।'

র‌্যাবের ওই কর্মকর্তা বলেন, 'এছাড়াও ফেনী জেলার ফেনী সদর থানাধীন ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এলাকায় অভিযান পরিচালনা করে ৬ জনকে আটক করা হয়। এদের ১ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।'

দালাল ও প্রতারক চক্রের সদস্যদের বিরুদ্ধে র‌্যাবের এই ধরনের অভিযানে সাধারণ জনগণ স্বস্তি প্রকাশ করেছে।

আমারসংবাদ/ইএফ