Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

‘চট্টগ্রাম মৃত নগরীতে পরিণত হলে বাংলাদেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়বে’

সীরাত মঞ্জুর, চট্টগ্রাম

সেপ্টেম্বর ৫, ২০২১, ০৪:৪৫ পিএম


‘চট্টগ্রাম মৃত নগরীতে পরিণত হলে বাংলাদেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়বে’

চট্টগ্রামের প্রাকৃতিক পরিবেশ নষ্ট হলে বাংলাদেশের হৃদপিন্ড চট্টগ্রাম মৃত নগরীতে পরিণত হবে। চট্টগ্রাম মৃত নগরীতে পরিণত হলে বাংলাদেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়বে। তাই যেকোন মূল্যে চট্টগ্রামের প্রাকৃতিক পরিবেশ রক্ষা করতে হবে। ফয়েসলেক, সিআরবি, টাইগারপাস, জোড় ঢেবা, রেলওয়ে একাডেমী, জিলাপী পাহাড়, বাটালী হিল, আগ্রাবাদ ঢেবা, আমবাগানসহ সৌন্দর্যমন্ডিত এসব জায়গা বর্তমানে রেলওয়ের দখলে রয়েছে।

এসব জায়গা রেলের কাজে ব্যবহার করার কথা বলে অধিগ্রহণ করলেও বর্তমানে জায়গাগুলি রেলওয়ের কোন কাজে ব্যবহার হচ্ছে না বিধায় এসব জায়গা রেলওয়ে বিভিন্ন অর্থলিপ্সু হায়েনাদের কাছে নামমাত্র মূল্যে বিক্রি করে দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে রেলের কর্তা ব্যক্তিরা যাত্রী সেবা দিতে চরমভাবে ব্যর্থ হয়ে রেলের সম্পত্তি হরিলুট করে তাদের পকেট ভারি করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তাদেরকে কঠোরভাবে প্রতিরোধ করতে হবে।

রোববার (৫ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম সিআরবি'তে নাগরিক সমাজ আয়োজিত অবস্থান কর্মসূচিতে নেতৃবৃন্দ এ অভিমত ব্যক্ত করেন। 

নাগরিক সমাজের কো-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুসের সভাপতিত্বে এবং ছাত্রনেতা মাহমুদুল করিমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কবি প্রফেসর হোসাইন কবির, নাগরিক সমাজের যুগ্ম সদস্য সচিব স্বপন মজুমদার, শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক মঈন উদ্দিন কোহেল, নারী নেত্রী জেনিফার আলম, সাবেক ছাত্র নেতা শিবু প্রসাদ চৌধুরী, আহিল সিরাজ, জামশেদ আলম, যুবনেতা সাজ্জাদ হোসেন জাফর, মোস্তাফিজ উদ্দিন মাহিন, মো. সাকিব, প্রনব চৌধুরী, মায়মুন উদ্দিন মামুন প্রমুখ।

এসময় সঙ্গীত পরিবেশন করেন, নায়ায়ণ দাশ, আবৃত্তি করেন কবি আবু মুসা চৌধুরী, কবি মিনু মিত্র ও আবৃত্তি শিল্পী বিপ্লব কুমার শীল।

আমারসংবাদ/ইএফ