Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

রামেকে আরও ১০ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি

সেপ্টেম্বর ৬, ২০২১, ০৩:৪৫ এএম


রামেকে আরও ১০ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহীর ৬ জন, নওগাঁর ৩ জন ও নাটোরের ১ জন মারা গেছেন।

সোমবার (৬ সেপ্টেম্বর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের দুই ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে ৩০১ জনের আর করোনা শনাক্ত হয়েছে ৪৫ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪.৯৫%।

জানা গেছে, রামেক হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে গত ৯৮তম দিনে মোট ১২৯৯ জন মারা গেছেন।

এছাড়াও করোনার সংক্রামণ ও মৃত্যু কমে আসায় রামেক হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে রোগী ভর্তি সংখ্যা কমেছে। তাই করোনা ইউনিটে শয্যা সংখ্যা কমানোর পর বর্তমানে ২০টি আইসিইউসহ শয্যা সংখ্যা রয়েছে ২৮৬টি। এর মধ্যে রোগী ভর্তি রয়েছে ১৩৩ জন আর গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৪ জন।

আমারসংবাদ/এমএস