Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

মাধবপুরে প্রবাসী পরিবারকে হয়রানির ঘটনা তদন্তে কমিটি গঠন

মাধবপুর প্রতিনিধি

সেপ্টেম্বর ৯, ২০২১, ০৬:৩০ এএম


মাধবপুরে প্রবাসী পরিবারকে হয়রানির ঘটনা তদন্তে কমিটি গঠন

হবিগঞ্জের মাধবপুরে চকরাজেন্দ্রপুর গ্রামে কুয়েত প্রবাসী এক পরিবারের জমি দখলের চেষ্টা, চাঁদা দাবী, প্রাণনাশের অভিযোগে কুয়েত দূতাবাসে আবেদন করেছেন মুজিবুর রহমান। দূতাবাসের কাউন্সিলর শ্রম মোহাম্মদ আবুল হোসেন আবেদনটি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য হবিগঞ্জ জেলা প্রশাসক বরাবর চিঠি প্রেরণ করেছেন। 

হবিগঞ্জ জেলা প্রশাসক একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে তদন্ত কমিটি করে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছেন। 

কুয়েত প্রবাসী মুজিবুর রহমান তার আবেদনের উল্লেখ করেন, উপজেলার সোয়াবই গ্রামের মনিরুল ইসলাম লিটনের নেতৃত্বে কতিপয় লোকজন প্রবাসী পরিবারের জমি দখলের চেষ্টা, চাঁদা দাবী ও বাড়ীতে থাকা নারী সহ স্বজনদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। করোনার কারণে মুজিবুর রহমানের দুই ছেলে সহ দেশে আসতে না পারায় পরিবারের লোকজন আংতকের মধ্যে রয়েছে। 

এ ব্যাপারে বুধবার দুপুরে মুঠোফোনে জেলা প্রশাসক ইসরাত জাহানের সঙ্গে যোগাযোগ করা হলে দূতাবাসের চিঠি প্রাপ্তির স্বীকার করে বলেন, একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে কমিটি গঠন করে গুরুত্বের সঙ্গে আবেদনটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

আমারসংবাদ/এআই