Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

মেডিকেল কলেজে ভর্তি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

সেপ্টেম্বর ৯, ২০২১, ০১:৪০ পিএম


মেডিকেল কলেজে ভর্তি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা থেকে মেডিকেল কলেজে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। 

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বীর মুক্তিযোদ্ধা ডাঃ এজাহার উদ্দিন আহমেদ ফাউন্ডেশনের উদ্যোগে এ বৃত্তি প্রদান করা হয়। 

বৃত্তি প্রদানের লক্ষ্যে উপজেলার শহীদ আফজাল মিলনায়তনে ডাঃ এজাহার-মোমেনা স্মৃতি মেডিকেল শিক্ষা বৃত্তির আয়োজনে বিকেলে এক অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির টাকা তুলে দেন পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা ডাঃ এজাহার উদ্দিন আহমেদ ফাউন্ডেশনের সভাপতি রুহুল আমীন বাবুল। 

এ সময় বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তি শিক্ষার্থীদের হাতে তিন মাসের বৃত্তির টাকা দেওয়া হয়। মেডিকেল কলেজে ভর্তি শিক্ষার্থীরা অধ্যায়নরত থাকা অবস্থায় প্রতিমাসে এ বৃত্তির আওতায় পড়া-লেখায় সহায়তা হিসেবে বৃত্তির টাকা পাবেন। সায়েদুল ইসলাম মিঠুর সঞ্চালনা অনুষ্ঠানে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা এম ওয়াজেদ আলী, দবির উদ্দিন আহমেদ ও আব্দুস সাত্তার প্রমূখ।

জানা গেছে, ডাঃ এজাহার উদ্দিন আহমেদ মুক্তিযুদ্ধে পাটগ্রাম উপজেলায় অবস্থিত ৬ নম্বর সেক্টর হাসপাতালের প্রধান কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। এ ফাউন্ডেশনের উদ্যোগে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত পাটগ্রাম উপজেলা থেকে প্রতিবছর যতজন শিক্ষার্থী মেডিকেল কলেজে ভর্তি হবে ততজনকে শিক্ষা বৃত্তি প্রদান করা হবে।

আমারসংবাদ/কেএস