Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

মাধবপুরে অবৈধ ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

সেপ্টেম্বর ১০, ২০২১, ০১:৪০ পিএম


মাধবপুরে অবৈধ ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস

হবিগঞ্জে মাধবপুর  উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার মেশিন ও বালু সরবরাহের প্লাস্টিকের পাইপ ধ্বংস  করেছে উপজেলা প্রশাসন।

এ সময় উপজেলার চৌমুহনী রাবার ড্যাম এলাকায় থেকে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস করা হয়। 

তবে ড্রেজার পরিচালনাকারীদের আটক করা যায়নি। অভিযান পরিচালনাকারীদের দেখেই তারা পালিয়ে যায়।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকালে দিনব্যাপী অবৈধভাবে চালিত এসব ড্রেজার মেশিনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে মাধবপুর উপজেলা প্রশাসন ও থানা পুলিশের একটি দল।  

অভিযান শেষে উপজেলা নিবার্হী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মঈনুল ইসলাম সাংবাদিকদের বলেন, অবৈধভাবে রাবার ড্যাম, নদ-নদী,জমি থেকে বালু উত্তোলন করায় আজকে সহ গত সোমবারেও ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস করা হয়েছে। নদী ও জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন কারীদের কোন ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।

আমারসংবাদ/কেএস