Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

বাহুবলে প্রাইভেটকারের গ্লাস ভেঙে টাকা-মোবাইল চুরি, আটক ১

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি

সেপ্টেম্বর ১১, ২০২১, ১১:১০ এএম


বাহুবলে প্রাইভেটকারের গ্লাস ভেঙে টাকা-মোবাইল চুরি, আটক ১

হবিগঞ্জের বাহুবল উপজেলার চকহায়দর কানাই লাল জিউর আখরার সামনে থাকা প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ-১৭-২৭১১) গাড়ির গ্লাস ভেঙে নগদ টাকা ও মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে।

এ ঘটনায় পুলিশ জালাল মিয়া (২০) নামে একজনকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে।

জানা যায়, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ধোবারহাট গ্রামের বীর মুক্তিযোদ্ধা গৌরাঙ্গ দাসের ছেলে নান্টু দাস প্রাইভেটকার নিয়ে বাহুবল উপজেলার চকহায়দর কানাই লাল জিউর আখরায় আসছিলেন, নান্টু দাস জিউর আখরার সামনে গাড়িটি রেখে প্রার্থনা করার জন্য ভিতরে যান।

এ সুযোগে স্থানীয় চকহায়দর গ্রামের মানিক মিয়ার ছেলে জালাল মিয়া(২০) প্রাইভেটকারের গ্লাস ভেঙে নগদ ২০ হাজার টাকা ও তাদের ব্যবহৃত একটি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়।

বিষয়টি আখরা কর্তৃপক্ষ ১ নং স্নানঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস আলমকে জানান, চেয়ারম্যান ফেরদৌস আলম থানা পুলিশকে খবর দিলে সাথে সাথেই পুটিজুরী তদন্ত কেন্দ্রের এস আই অলিউর রহমান একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান।

তিনি ঘটনার বিস্তারিত তথ্য জেনে রাতেই অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত জালাল মিয়াকে আটক করতে সক্ষম হন।

এ ঘটনায় শ্রীমঙ্গল উপজেলার ধোবারহাট গ্রামের নান্টু দাস বাদী হয়ে চুরি ও ভাংচুরের অভিযোগে বাহুবল মডেল থানায় মামলা দায়ের করেন, শনিবার দুপুরে জালাল মিয়াকে আদালতে প্রেরণ করা হয়েছে। 

আমারসংবাদ/এআই