Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪,

হবিগঞ্জে স্বাস্থ্য বিধি মেনে স্কুল শুরু 

হবিগঞ্জ প্রতিনিধি 

সেপ্টেম্বর ১২, ২০২১, ০৮:২০ এএম


হবিগঞ্জে স্বাস্থ্য বিধি মেনে স্কুল শুরু 

দেড় বছর পর শিক্ষা প্রতিষ্ঠান গুলো শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে রোববার (১২ সেপ্টেম্বর) খোলা হয়েছে। ৩য় ও ৫ ম শ্রেণীর ছাত্র- ছাত্রীরা আজ ক্লাস শুরু করেছেন। স্কুলের ক্লাস শুরুর আগে বিভিন্ন স্হানে স্পে, ছাত্র- ছাত্রীদের ত্রামোমিটার দিয়ে চেক-আপ করা ও ছাত্র -ছাত্রীদের মাস্ক দেয়ার পর স্কুলে ক্লাস শুরু করেছেন শিক্ষিকারা।

হবিগঞ্জ পৌরসভায় অবস্থিত টাউন মডেল বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও টাউন মডেল বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০ ঘটিকা হতে স্কুলের ক্লাস শুরু করা হয়। স্কুলে এসে ক্লাস করতে পেরে ছাত্র - ছাত্রীদের মাঝে আনন্দ -উল্লাস রক্ষ করা যায়। তারা দীর্ঘদিন পর আজ স্কুলে এসে ক্লাস করতে পেরে খুব খুশী বলে জানান, শিক্ষার্থীরা।

স্কুলের প্রধান শিক্ষিকা সুকতা রানী দেব, সহকারী শিক্ষিকা মাকলুবা আল ডেইজী, অনুপুমা রায়, শামীমা খানম জানান।

আমরা আজ সকাল ৯ টায় স্কুলে এসে আগে, স্কুলের বিভিন্ন স্হানে স্পে করে জীবাণু মুক্ত করি, শিক্ষার্থীরা স্কুলে আসার পর থামোমিটার দিয়ে তাদের চেকআপ করে ক্লাস প্রবেশ করতে দেই সাথে একটি করে সব শিক্ষার্থীদের একটি করে মাস্ক দেয়া হয়। পরে স্বাস্থ্য বিধি অনুসরণ করে ক্লাস শুরু করা হয়েছে। 

আমারসংবাদ/কেএস