Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪,

বাউফলে প্রাণ ফিরেছে তালাবদ্ধ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

সেপ্টেম্বর ১২, ২০২১, ০৯:৩০ এএম


বাউফলে প্রাণ ফিরেছে তালাবদ্ধ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে

বাউফলে প্রাণ ফিরে পেয়েছে দীর্ঘদিন তালা বদ্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে।  দেড় বছর পর সরকারের ঘোষণায় দেশব্যাপী খুলেছে স্কুল-কলেজ। এতে সারাদেশের ন্যায় প্রাণ ফিরেছে বাউফলের  স্কুল-কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে। 

শিক্ষার্থীদের পথচারনায় মুখরিত হয় দীর্ঘদিনের তালাবদ্ধ প্রতিষ্ঠান গুলো। অনেকদিন পর সহপাঠীদের কাছে পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের মধ্যে হয়েছে প্রাণের সঞ্চার। 

রোবববার সরেজমিনে বাউফলের বিভিন্ন স্কুল-কলেজ ঘুরে দেখা গেছে, সকাল থেকে বই খাতা নিয়ে মুখে মাস্ক পড়ে শিক্ষার্থীরা প্রবেশ করছেন তাদের প্রতিষ্ঠানে। প্রবেশের সময় তাদের করোনার সংক্রমন রোধে বিভিন্ন নির্দেশনা পালন করতে হচ্ছে।  শ্রেনীকক্ষে বসার ক্ষেত্রে ও ছিলো নির্দিষ্ট সামাজিক দূরত্ব।  

ধূলিয়া স্কুল এন্ড কলেজ এর একাদশ শ্রেনীর শিক্ষার্থী শসি বলেন, অনেক দিন অনলাইনে ক্লাস করেছি। আজ শ্রেনী কক্ষে উপস্থিত হয়ে ক্লাস করছি। সবাইকে নিয়ে ক্লাস করায় খুব আনন্দ লাগছে। 

কালিশুরী মাধ্য্যমিক বিদ্যালয়ের গনিতের শিক্ষক শাহিন স্যার বলেন, শিডিউলভিত্তিক প্রতিদিন ক্লাস চলবে। ক্লাসে শিক্ষার্থীদের সামাজিক দূরত্ব বজায় রাখা হচ্ছে।

কালিশুরী ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেছার উদ্দিন শিকদার জামাল জানান, শিক্ষার্থীদের সুরক্ষায় সরকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন। মাস্ক ছাড়া কোনো শিক্ষার্থীকে প্রবেশ করতে দেওয়া হয়নি।  করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি স্বাভাবিক থাকলে এভাবে চলতে থাকবে।

অভিভাব আবুবকর সিদ্দিক বলেন, দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ছেলে মেয়েরা লেখাপড়ার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছিলো, এখন থেকে নিয়মিত ক্লাস করলে এ সমস্য কাটিয়ে ওঠা সম্ভব।

আমারসংবাদ/এআই