Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

মাটিরাঙ্গাতে মাঠদিবস অনুষ্ঠিত

খাগড়াছড়ি প্রতিনিধি

সেপ্টেম্বর ১৪, ২০২১, ০৩:২০ পিএম


 মাটিরাঙ্গাতে মাঠদিবস অনুষ্ঠিত

পার্বত্য খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়নের গৌরাঙ্গ পাড়ায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনিস্টিটিউট (বিনা) এর বাস্তবায়নে মাটিরাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের সহযোগিতায় চর, উওরাঞ্চল ও পাহাড়ী এলাকার শস্য নিবিড়তা বুদ্ধিকরণ কর্মসূচির অর্থায়নে মাঠদিবস অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে তবলছড়ি ইউনিয়নের বড়বিল ব্লকের কৃষক ইউনুচ ও আমির হোসেন'র জমিতে মাটিরাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের   উপ-সহকারি কৃষি অফিসার এম নুর মোহাম্মদ সঞ্চালনায় মাঠদিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত-ছিলেন খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: মুর্তুজা আলী।

মাঠদিবস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-তবলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো:আব্দুল কাদের।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন-মাটিরাঙ্গা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো:হেদায়েত উল্যাহ, কৃষি সম্প্রসারণ বিভাগের জেলা প্রশিক্ষণ অফিসার মো:বাছেরুল আলম, খাগড়াছড়ি জেলার বিনার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম শফিউল আলম, মাটিরাঙ্গা  উপজেলা নবাগত কৃষি অফিসার ত্নময় দও,   মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসার (অ.দা) ওঙ্কার বিশ্বাস। 

বক্তারা বলেন, আউশের উচ্চফলশীল জাত বিনাধান ১৯ও ২০ ধান কৃষকদের পছন্দের জাতটি বাছাই করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় কৃষক পর্যায়ে সম্প্রসারণ এটি অন্য ধানের তুলনায় কম খরচে ফলন বেশি। রোগ এবং পোকার আক্রমণ কম। ফলন অনেক ভালো হওয়ায় কৃষকের মাঝে ব্যাপক সাড়া পড়েছে।

মাঠদিবসের আলোচনা সভা শেষ করে কৃষকের মাঝে তিলের বীজ বিতরণ করেন-প্রধান অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো:মুর্তুজা আলী, মাটিরাঙ্গা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো:হেদায়েত উল্যাহ, খাগড়াছড়ি  কৃষি সম্প্রসারণ বিভাগের জেলা প্রশিক্ষন অফিসার মো:বাছেরুল আলম।

আমারসংবাদ/এআই