Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

কালীগঞ্জে মহাসড়কের উপর বাস রেখে যাত্রী ওঠা নামা, দূর্ঘটনার আশঙ্কা

কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি: 

সেপ্টেম্বর ১৫, ২০২১, ০৮:৫৫ এএম


কালীগঞ্জে মহাসড়কের উপর বাস রেখে যাত্রী ওঠা নামা, দূর্ঘটনার আশঙ্কা

ঝিনাইদহের কালীগঞ্জে মহাসড়কের উপর বাস রেখেই চলছে যাত্রী ওঠা নামা। যার ফলে বাড়ছে যানজট ও দূর্ঘটনার আশঙ্কা। সাধারণ যাত্রীদের জীবনের ঝুঁকি নিয়ে উঠতে হচ্ছে বাসে। বাসের সাথে পাল্লা দিয়ে তিন চাকার ইজিবাইক ও সি এন জি রাস্তার উপর যত্রতত্র দাঁড়িয়ে যাত্রী তুলছে ও নামাচ্ছে।

কালীগঞ্জ বাস টার্মিনালে বাস দাঁড়ানোর জায়গা থাকা সত্বেও বাসগুলো দাঁড়াচ্ছে মহাসড়কের উপর। কারণ অনুসন্ধানে গেলে দেখা যায়, টার্মিনালে যে স্থানে বাস দাঁড়াবে সেখানে ট্রাক, লেগুনা, সি এন জি পার্কিং করা রয়েছে। যার ফলে যাত্রী ওঠানামা করার জন্য বাসগুলোকে রাস্তার উপরে দাঁড়াতে হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকানী বলেন, বাসের যাত্রীদের কাছে চা বিস্কুট বিক্রি করে তাদের দোকান চলে, কিন্তু টার্মিনালের ভেতরে বাসগুলো না আসার ফলে তাদের ব্যবসা খারাপ যাচ্ছে। বাস দাঁড়ানোর জায়গায় ট্রাক লেগুনা রাখা হচ্ছে। 

এদিকে মহাসড়কের উপর বাস রাখার কারণে দুই লেনের রাস্তার এক লেন বন্ধ হয়ে যায়। ফলে প্রায়শই সৃষ্টি হয় যানজটের। পথচারীদের রাস্তা পারাপারের ক্ষেত্রে পোহাতে হচ্ছে ভোগান্তি।

নিরাপদ সড়ক চাই, কালীগঞ্জ শাখার আহবায়ক শিপলু জামান বলেন, অবৈধ যানবাহন ও ট্রাক বাস দাঁড়ানোর জায়গায় রাখা হচ্ছে। যার ফলে বাসগুলো রাস্তার উপরে দাঁড়াচ্ছে। তাদের সংগঠন থেকে চালকদের সচেতন করা হচ্ছে। 

উল্লেখ্য, করোনা পরিস্থিতির পূর্বে প্রশাসনের হস্তক্ষেপে বাসগুলো টার্মিনালের ভিতরে এসে যাত্রী ওঠা নামা করতো। 

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিনের কাছে জানতে চাইলে তিনি জানান, বিষয়টি নিয়ে তিনি অবগত নন। তবে এমন কিছু ঘটে থাকলে আলোচনা সাপেক্ষে ব্যবস্থা নিবেন।  

আমারসংবাদ/এমএস